BRAKING NEWS

সোনালী আকাশে শকুনি ডানা

সায়ন্তক চৌধুরী
পরিবর্তিত পরিস্থিতিতে এখনো কোনও সুস্পষ্ট চিত্র ধরা পড়ছে না৷ এবং এ স্বল্প সময়ে সামগ্রিক চিত্র ধরা না পড়াটা স্বাভাবিক৷ চারিদিকে চলছে একটা অস্থির পরিবেশ৷ কড়াইতে গরম তেল যেমন টগবগ করে ফুটে তেমনই একটা টগবগানো তেজ সবার মাঝে৷ সকলে চায় রাতারাতি কেউকেটা হতে৷ সবার লক্ষ্য মগডাল৷ স্থানীয় ভাবে সকলে চায় নেতা সাজতে৷ এ সকলের মাঝে সিংহভাগ হল নব্য দলে ভেড়া লোক৷ তারা আগেও ঘি খেয়েছে৷ এখনোও তাই চাইছে৷ নব্যদের সাথে পুরনোদের পার্থক্য এখানে৷ পুরনোরা সেই দুঃসময়েও হাল ধরেছিল৷ লক্ষে ছিল তারা অবিচল৷ তাদের উপর গেছে অনেক ঝড় ঝাপ্ঢা৷ কঠিন বিপদের মুখেও তারা হাল ছাড়েনি৷ তাদের মনে স্থান নেয়নি দলত্যাগের ভাবনা৷ জীবনের ঝঁুকি নিয়ে তারা কাজ করেছে৷ তারা জানতো একদিন না একদিন তারা সফল হবে৷ ঘরে তুলে নেবে সোনালী ফসল৷ আজ তাদের ঘর ভর্তি সেই ফসল৷ ইঁদুর যেমন ফসলের ঘ্রাণে ছুটে আসে তেমনই সোনালী ফসলের সুঘ্রানে ছুটে আসছে নব্যরা৷ তারা ফসলের গোলার আশপাশে ঘুর ঘুর করছে৷ অনেকটা যেন সময় ও সুযোগের অপেক্ষায় রয়েছে৷ পুরনোরা কিন্তু ধীর স্থির৷ অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর তাদের চোখে মুখে একটা প্রসন্নতার ভাব৷ তাদের যেন চাওয়ার কিছু নেই৷ তারা নিজ স্বার্থে যেন সোনালী ফসল ঘরে তুলেনি৷ তাই এ ফসলের উপর তাদের যেন একার ভাগ নেই৷ এ ফসলের উপর রয়েছে সকলের ভাগ৷
কিন্তু, নব্যরা চলছে উল্টোদিকে৷ তাদের চিত্ত যেন অস্থির৷ তারা এদিক ওদিক শুধু ঢু মারছে৷ চাইছে অতি সহজে নিজেদের স্বার্থসিদ্ধি করতে৷ এমন খেলায় অনেক নব্য আবার চিহ্ণিত হচ্ছে৷ তাদেরকে বহিস্কারও করা হচ্ছে৷ কিন্তু, বেশীরভাগ নব্য সোনার পাথরবাটির সন্ধানে ব্যস্ত৷ হাবে ভাবে তারা নিজেদেরকে সেইভাবে তৈরী করে নিয়েছে৷ তারা পথ চলতি মানুষের দৃষ্টি কেড়ে নিচ্ছে৷ রাজ্যবাসী অবাক চোখে তাদেরকে দেখছে৷ আর ভাবছে কিছুদিন আগেও তারা ছিল অন্য জগতে৷ ওই জগতে থেকে তারা নিজেদের আখের গুছিয়েছে৷ এক সময়ে তারা বিড়ি ফঁুকতো৷ সেই অন্য জগতে গিয়ে তারা রঙীন পানীয় এবং ফিল্টার সিগারেট ফঁুকছে৷ সেই তারা আবার নব্য সেজে সোনালী ফসলের গোলার চারপাশে ঘুরঘুর করছে৷ তাদের মুখে ও শেখ ফরিদ বগলে কিন্তু ইট৷ সেই অন্য জগত থেকে তারা সোনালী ঘরে এসে পাল্টিয়ে ফেলছে বেশভূষা৷ তাদের মাথা থেকে পা পর্যন্ত ঝুলছে দেশীয় সংসৃকতি৷ এই তারাই অশান্তি ডেকে আনার জন্য যথেষ্ট৷ কেন না তারা ঘুরে নিজ মতলবে৷ তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করতে না পারলে সোনালী ফসল পোকার দখলে চলে যাবে৷ আবার নিঃস্ব হয়ে পড়বে ফসলের গোলা৷ দেখা দেবে অশনি সংকেত৷ তাই এখন থেকে সাবধান হতে হবে৷ নব্যদেরকে রাখতে হবে কড়া শাসনে৷ পান থেকে যাতে চুন খসতে না পারে সেই ব্যবস্থা করতে হবে৷ এ ব্যবস্থার হেরফের হলে নেমে আসবে সমূহ বিপদ৷ বীতশ্রদ্ধ হয়ে উঠবে আম জনতা৷ এমন পরিস্থিতি যে কোনও অবস্থায় কাম্য নয়৷ তাই সাধু সাবধান৷ ছেঁটে ফেলার কাজ শুরু করার সময় যে এসে গেছে৷ সময়ের কাজ সময়ে করাটা যে বুদ্ধিমানের কাজ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *