BRAKING NEWS

মাতাবাড়ির কল্যাণসাগরে তলিয়ে গেল কল্যাণপুরের যুবক, উদ্ধারে এনডিআরএফ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ জুলাই৷৷ ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে এসে কল্যাণসাগরের জলে তলিয়ে গেল এক যুবক৷ ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল সাড়ে তিনটা নাগাদ৷
সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া মহকুমার কল্যাণপুর ব্লক এলাকার মণিপুরী পাড়ার বাসীন্দা তিন বন্ধু চিরঞ্জিত সিং, বিনয় পাল এবং মনিষ সূত্রধর রবিবার দুপুরে মাতাবাড়িতে আসে৷ পূজা দেওয়ার পূর্বে তিন বন্ধুই স্নান করতে যায় কল্যাণসাগরে৷ সাঁতার কেটে তিন বন্ধুই কল্যাণসাগরের মধ্যবর্তী স্থানে চলে যায়৷ সেখান থেকে চিরঞ্জি ও বিনয় ফিরে আসলেও সঞ্জিত সূত্রধর জলের তলায় তলিয়ে যায়৷ অনেক খোঁজাখঁুজি করার পরও সঞ্জিতকে পাওয়া যায়নি৷ সঞ্জিতকে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে দুই বন্ধু৷ বিষয়টি আশেপাশের লোকজনকে জানানো হয়৷ খবর দেওয়া হয় উদয়পুর অগ্ণিনির্বাপক দপ্তরে৷ দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং কল্যাণসাগরের জলে তল্লাসী চালায়৷ কিন্তু, ঐ যুবকের কোন হদিশ পায়নি৷ দমকল বাহিনীর উন্নত পরিকাঠামো ও সাজসরঞ্জন সহ উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় সাফল্য আসেনি৷ পরে রাতে এনডিআরএফ জওয়ানদের তল্লাসীতে নামানো হয়েছে৷
এদিকে ঘটনার খবর পেয়ে মাতাবাড়িf বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ঘটনাস্থলে পৌঁছেন৷ গোটা তল্লাসী অভিযানের তদারকি করেন৷ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও৷ রাতে খবর লেখা পর্যন্ত এনডিআরএফের জওয়ানরা তল্লাসী চালিয়ে যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *