BRAKING NEWS

কথার নাম লতা

সুবোধ ঘোষ
একদিকে তাদের নাকের ডগায় ঝুলছে সপ্তম পে কমিশন৷ অন্যদিকে অফিসে দেরীতে গেলে পড়ছে কোপ৷ বড়ই যাতনায় আছে সরকারী কর্মচারীকুল৷ দীর্ঘ পঁচিশ বছরেও তারা এমন যাতনায় পড়েনি৷ ছিল তাইরে নারে করে৷ সময়ের কাজ সময়ে করার কোনও তাড়া ছিল না৷ শুধু সময়মত মিটিং মিছিলে গেলে হত৷ তাই নির্দিষ্ট সময়ে অফিসে কিংবা সুকলে যাবার তেমন ঝক্কি ঝামেলাও ছিল না৷ অফিসে গিয়ে গুলতানি মারলেও কোনও জবাবদিহির বালাই ছিল না৷ চারিদিকে যেন কি এক আনন্দের পরিবেশ ছিল৷ সরকারী কর্মী বলে কথা৷ কে কার খোঁজ রাখে৷ শুধু হগব বাবুদের খুশি করা ছিল একমাত্র কাজ৷ সেই সময় সপ্তম পে কমিশন কি তাও যেন তারা ভুলে ছিল৷ হগব দাদারা যা বলতো তাতে সায় দিত৷ না দিয়েও কর্মচারীদের কোনও উপায় ছিল না৷ দূর দূরান্তে বদলির কোপ পড়বে৷ তাই দাদারা যা বলতেন তাই ছিল বেদবাক্য৷ কর্মচারী মহলটা ছিল যেন হগব দাদাহি কেবলম৷
কিন্তু, হঠাৎ করে পাল্টে গেল দাবার ছক৷ অষ্টমের জন্য গলা ফাটালেও অষ্টম আর ধরা দিল না৷ সপ্তমেই সবশেষ৷ হগবদেরও গনেশ উল্টে গেল৷ কর্মচারী মহল দেখল, পঁচিশ বছর এক বায়বীয় পদার্থের উপর ছিল হগবরাজ৷ বিজেপির এক ফুৎকারে তা হাওয়ায় মিলিয়ে গেল৷ সেই সাথে বিজেপি জোট সরকার যেন কর্মচারীদের জন্য আশীর্বাদ হয়ে এলো৷ নতুন সরকার সপ্তম পে কমিশন দেবার কথা ক্ষমতায় বসার পর ঘোষণা করল৷ এবং সেই উদ্দেশ্যে নতুন সরকার কাজও শুরু করল৷ ধারণা করা হচ্ছে অতি সহসা সপ্তম কর্মচারীদের কপালে জুটবে৷
কিন্ত, জুটলে কি হবে? এ জোটার মাশুল যে হাড়ে হাড়ে দিতে হবে৷ ভাল বেতন নেবে আর কাজ করবে না তা কি করে হয়৷ তাই কর্মসংসৃকতি পাল্টানোর নির্দেশ জারি করল নতুন সরকার৷ সুকল কিংবা অফিসে দেরিতে আসা চলবে না৷ এলেই বিপদ৷ ধরা পড়লে ধরিয়ে দেবে সাময়িক বরখাস্তের কাগজ৷ তাই অফিস আদালতে চটজলদি কর্মসংসৃকতি ফিরে না এলেও চলছে দৌঁড়ানোর প্রতিযোগিতা৷ কিছুদিন আগে তেমনই এক সুকল শিক্ষিকার দেখা মিললো৷ সকালের দিকে তিনি হন্তদন্ত হয়ে ছুটছেন৷ তার এমন হাটার ভাব দেখে জানতে চাইলাম- দিদি এভাবে হাঁটছেন কেন? হাঁটতে হাঁটতে তিনি যে হাঁপাচ্ছেন তা বেশ বোঝা গেল৷ বললেন- আরে ভাই, ঠিক সময়ে সুকলে না গেলে বিপদ আইয়া যাইবো যে৷ এহন আর হেইদিন নাইরে ভাই৷ ভাত খাইয়া যে একডু বাথরুমে যামু হেই সময়টাও পাচ্ছি না৷
দিদিমনির কথা শুনে শুধু মনে হল- ঠেলার নাম বুঝি বাবাজী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *