BRAKING NEWS

গন্ডাছড়া মহকুমাতে ৫৮টি সুকলে আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ বিদ্যালয় শিক্ষা দপ্তর, ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদ ও গন্ডাছড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আজ গন্ডাছড়া মহকুমার ৫৮টি সরকারী বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করা হয়৷ মাধ্যমিক শিক্ষা অধিকর্তা উত্তম কুমার চাকমার নেতৃত্বে মোট ২৮ জন পরিদর্শনকারী এতে অংশ নেন৷

পরিদর্শনকালে কিছু সংখ্যক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের বিনা অনুমতিতে অনুপস্থিতি, নির্ধারিত সময়ের পূর্বেই বিদ্যালয় ছুটি দেওয়া, বিভিন্ন হিসাব পত্রের গরমিল, মধ্যাহ্ণ আহার প্রকল্প সহ অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে অনিয়ম ও ত্রুটি ধরা পড়ে৷ এর পরিপ্রক্ষিতে ২২ জন শিক্ষক-শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয় এবং ৪ জনকে সতর্ক করে দেওয়া হয়৷

এই পরিদর্শনে মাধ্যমিক শিক্ষা অধিকর্তা উত্তম কুমার চাকমা, ধলাইয়ের জেলা শিক্ষা আধিকারিক রুবেন্দ্র দৌরাই সহ অন্যান্য শিক্ষা আধিকারিকগণ, গন্ডাছড়ার ডি সি এম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক এবং ত্রিপুরার সমগ্র শিক্ষা অভিযান মিশনের রাজ্যস্তরের কো-অর্ডিনেটরগণ অংশ গ্রহণ করেন৷ বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *