BRAKING NEWS

শিল্প ও বাণিজ্য দপ্তরের পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী, অলাভজনক সংস্থাগুলিকে লাভজনক অবস্থায় নিয়ে যাওয়ার উদ্যোগ নিতে হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ আজ সচিবালয়ের কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সভাপতিত্বে শিল্প ও বাণিজ্য দপ্তরের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়৷ সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের মূল কার্যাবলী, শিল্প পরিস্থিতি, স্বাবলম্বন প্রকল্পে চালু বিভিন্ন কর্মসূচি, আইটিআই, শিল্প পরিকাঠামো, অন্যান্য পরিকাটামোগত প্রকল্প, রাবার প্রসেসিং, চা শিল্প, ফুড প্রসেসিং, প্রাকৃতিক গ্যাস, বাঁশ ভিত্তিক শিল্প, টিআইডিসি, টিটিডিসি, ত্রিপুরা ব্যাম্বো মিশনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবগত করা হয়৷ সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিল্প দপ্তরের অলাভজনক সংস্থাগুলিকে লাভজনক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন৷ এই ক্ষেত্রে তিনি ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদকে মৌমাছি পালনের উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন৷ এই ক্ষেত্রে মধুর গুণগত ও ফ্ল্যাভার যথাযথ রাখার জন্য এবং মধুর উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন ফলের বাগানের নিকট ক্লাস্টার গড়ে মৌমাছি পালন করতে নির্দেস দেন তিনি৷ সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ড সন্দীপ আর রাঠোর জানান, বর্তমানে ৫৬৫৭টি নথিভুক্ত শিল্প ইউনিট রয়েছে৷ বিনিয়োগ হয়েছে ২১০০ কোটি টাকা৷ রাবার থ্রেড, টিএমটিআর রড, ব্যাম্বো ফ্লোর টাইলস, টি প্রসেসিং ইত্যাদি শিল্প ইউনিট রয়েছে৷ স্ব-রোজগার কর্মসূচির মধেও স্বাবলম্বন কর্মসূচি, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম উপর সভায় আলোচনা হয়৷ মুখ্যমন্ত্রী বলেন, যারা এই স্বাবলম্বন কর্মসূচির সুযোগ গ্রহণ করেছেন তাদের খঁুজে বের করে তাদের সাথে বৈঠক করার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন৷ স্ব-সহায়ক দলগুলির ক্ষেত্রেও জেলা ভিত্তিক তথও সংগ্রহের নির্দেশ দেন৷ সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা জানান, ত্রিপুরায় বিদেশী বাণিজ্য ক্ষেত্রে ৮টি নটিফাইড ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে৷ এগুলি হল আগরতলা, শ্রীমন্তপুর, মুহুরীঘাট, খোয়াইঘাট, মনুঘাট, ওল্ড রাঘনা বাজার, ধলাইঘাট এবং সাব্রুম৷ মনুঘাট এবং মুহুরী ঘাট ল্যান্ড কাস্টম স্টেশনের আপগ্রেডেশনের কাজ চলছে৷ তিনি আরও জানান, ত্রিপুরায় ১৬টি সরকারী আইটিআই রয়েছে৷ নতুন ৩টি আইটিআই যথাক্রমে গন্ডাছড়া, কাঞ্চনপুর এবং শান্তিরবাজারে তৈরীর কাজ চলছে৷ রাবার উৎপাদন প্রসঙ্গে তিনি জানান, দেশের মধ্যে ত্রিপুরা রাবার উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে৷ সভায় দপ্তরে অধিকর্তা জানান, রাজ্যে মোট ৫৪টি চা বাগান রয়েছে৷ ২৩টি চা প্রক্রিয়াকরণ কারখানা রয়েছে৷ ৪৩৪৬ জন ক্ষুদ্র চা চাষী রয়েছে৷ টিটিডিসি পরিচালিত তিনটি চা বাগান অলাভজনক অবস্থায় রয়েছে৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সঠিক পরিকল্পনা গ্রহম করার পরামর্শ দেন৷ তিনি চা এর সঠিক বাজারজাত করার ক্ষেত্রে গুরুত্বারোপ করেন৷ সভায় ত্রিপুরা স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পরিচালিত রাজ্যের ৮টি ইটভাট্টার মধ্যে কাঞ্চনপুর, আমবাসা, ময়নামা, জিরানীয়া এবং সোনাইছড়ি এই ৫টি ইটভাট্টার মধ্যে কাঞ্চনপুর, আমবাসা, ময়নামা, জিরানীয় এবং সোনাইছড়ি এই ৫টি ইটভাট্টা চালু রয়েছে৷ মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বাকি ইটভাট্টাগুলিকে চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন৷ সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা বি কে ছিববার, মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক, শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রধান সচিব এম নাগারাজু সহ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *