BRAKING NEWS

ভাড়া নিয়ে ভাঁড়ামি

সুবোধ ঘোষ

আজ (বৃহস্পতিবার) হতে বাড়লো যাত্রীভাড়া৷ এনিয়ে অটো চালকদের কোনও হেলদোল নেই৷ যাত্রীরাও যেন বিষয়টি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে৷ এ নিয়ে দুই রসিক যাত্রীর খন্ডিত আলাপ তুলে ধরা হল-

১ম যাত্রীঃ আজ থেকেতো যাত্রী ভাড়া বাড়লো৷ কিন্তু কই? আমরাতো আগের ভাড়া দিচ্ছি৷ যাত্রী ভাড়া কি করে বাড়ালোরে ভাই?

২য় যাত্রী ঃ (মুচকি হেসে) বাইড়্যা গেছে ভাই৷ যাত্রীভাড়া বিশ শতাংশ বাইড়্যা গেছে, আইজ এই ভাড়া চালু অইয়া গেল৷

১ম যাত্রী ঃ তোমার কি মাথা খারাপ অইছে ভাই? কোন খানে চালু হল কওতো ভাই? চন্দ্রপুর থেকে নাগেরজলা যেতে আগেও দশ টাকা দিতাম৷ এখনও দশ টাকা দিচ্ছি৷ বিশ শতাংশ ভাড়া কি করে বাড়ল?

২য় যাত্রী – কি করে বা বাইড়্যা গেছে অটো চালকরে জিগাও না৷ এইডারে কয় হিসাবে আছে গোয়ালে নাই৷ ভাড়া বাইড়্যা গেছে৷ কিন্তু ভাড়া দিতাছি আগের মত৷ হের লাইগ্যা রাজ্য সরকার কিছু কইবো না৷ ক্যান যাত্রীরা ভাড়া আগের লাহান দিতাছে তাও জিগাইছে না৷ এরে কই, শাপও মরলো,  লাঠিও ভাঙলো না৷ বুঝলানি দাদা?

১ ম যাত্রী ঃ কিছু বুঝলাম নারে ভাই৷ ভাড়া বাড়লো৷ কিন্তু দিচ্ছি সেই দশ টাক৷ হিসাবেতো বার টাক দেবার কথা৷ তাই না দাদা? অটো চালকও কিছু বলছে না৷ সেই দশ টাকা নিচ্ছে৷

২য় যাত্রী ঃ মজাটাতো এই খানেরে ভাই৷ কিছু কইলে যে ফাঁদে  পইড়্যা যাইবো৷ লোকশান অইবো হের৷ বাম আমলে যে হেরা নিজেরা ভাড়া বাড়াইয়া নিচ্ছে, এহন যে ভাড়া বাড়ছে তার থেইক্যা হেরা বেশি ভাড়া নিতাছে৷

১ম যাত্রী ঃ ভাইটি, তোমার কথা কিছুই বুঝলাম না৷ একটু ঝেড়ে কাশতো৷ চন্দ্রপুর থেইক্যা নাগেরজলা পর্যন্ত সরকারী ভাড়া অইলো সাত টাকা৷ সেই হিসাবে বিশ শতাংশ ভাড়া বাইড়্যা মোট ভাড়া অইতাছে ৮ টাকা ৪০ পয়সা৷ আর চালকরা লইতাছে দশ টাকা৷ হিসাবে ১ টাকা ৬০ পয়সা তারা বেশি লইতাছে৷ এইবার তুমিই কও? আগের ভাড়া নাকি নতুন সরকারের বর্ধিত ভাড়া৷

১ ম যাত্রী ঃ প্যাচটা তাহলে এইখানে৷ আমরাও তো কিছু বলছি না৷

২ য় যাত্রী ঃ বামফ্রন্ট সরকার আমাগো চামড়ারে যে গন্ডারের চামড়া কইর্যা দিছে৷ আমাগো শোধ বোধ অহন আর কিছুই নাইরে ভাই৷ ঝামেলায় কেডায় যাইতে চায় কও তো? হের লাইগ্যা অটো আর ছোট গাড়িতে আগের ভাড়া চলতাছে৷ মানুষ আর গ্যাঞ্জামে যাইবার চাইতাছে না৷ হের লাইগ্যা আগের ভাড়া বলবৎ রইয়া গেছে গা৷

সৌজন্যে ঃ জাগরণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *