BRAKING NEWS

অনন্তনাগে জঙ্গি হামলায় শহিদ দু’জন সিআরপিএফ জওয়ান, দায় স্বীকার লস্কর জঙ্গি সংগঠনের

শ্রীনগর, ১৩ জুলাই (হি.স.): কাশ্মীর উপত্যকায় আবারও জঙ্গি হামলা| সন্ত্রাসবাদীদের নিশানায় ফের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)| শুক্রবার বেলা এগারোটা নাগাদ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার শেরপোরা এলাকায়, আচাবাল চকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর পেট্রোল পার্টি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে লস্কর-ই-তৈবা সন্ত্রাসবাদীরা| আচমকা জঙ্গি হামলায় মৃতু্য হয়েছে দু’জন সিআরপিএফ জওয়ানের| এছাড়াও আহত হয়েছেন তিনজন প্যারামিলিটারি জওয়ান এবং একজন সাধারণ নাগরিক|
অনন্তনাগ জেলা পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার বেলা এগারোটা নাগাদ শেরপোরা এলাকায়, আচাবাল চকে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর পেট্রোল পার্টি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে সন্ত্রাসবাদীরা| আচমকা জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে দু’জন সিআরপিএফ জওয়ানের| এছাড়াও আহত হয়েছেন তিনজন প্যারামিলিটারি জওয়ান এবং একজন সাধারণ নাগরিক| কমবেশি আহত অবস্থায় তিনজন জওয়ান এবং একজন সাধারণ নাগরিককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ানদের নাম হল, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) এম এল মীনা এবং কনস্টেবল সন্দীপ| আহত হয়েছেন গুলাম রসুল নামে একজন সাধারণ নাগরিক| জঙ্গি হামলার পরই গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী, যদিও সন্ত্রাসবাদীদের কোনও খোঁজ পাওয়া যায়নি| হামলা চালানোর কিছুক্ষণ পরই দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠন|

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *