গাছতলায় পঠনপাঠন সচক্ষে দেখে উষ্মা প্রকাশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ ডিজিটাল ব্ল্যাকবোর্ড শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন দেশজুড়ে চর্চা চলছে, তখন রাজ্যের এমন বিদ্যালয় আছে যেখানে গাছতলায় চলছে পঠনপাঠন৷ পরিস্থিতির করুণ দশা সচক্ষে দেখেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ রাজ্যের বিদ্যালয়গুলিতে টানা সার্জিকেল স্ট্রাইক চালিয়ে যাচ্ছেন৷ মঙ্গলবার মধুবন কাঁঠালতলি উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি কার্যত হতবাক হয়ে যান৷ বিদ্যালয়ে একটি বড় গাছে নীচে শিক্ষক ব্ল্যাকবোর্ড ঝুলিয়ে মাটিতে উপবিষ্ট ছাত্রছাত্রীদের পাঠ দিচ্ছিলেন৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই দশার কারণ জানতে চান৷ কিন্তু কেউ সঠিক উত্তর দিতে পারেননি৷ উচ্চমাধ্যমিক বিদ্যালয় হলেও পরিকাঠামোর বিস্তর অভাব রয়েছে৷ এমন কি নেই শ্রেণি কক্ষও৷ খোঁজখবর নিয়ে মন্ত্রী জানতে পারেন, বহু আগে শ্রেণিকক্ষের জন্য টাকা দেওয়া হয়েছিল৷ কিন্তু এই অর্থ কোথায় গেছে তার হিসাব স্থানীয়ভাবে কোনও আধিকারিকই দিতে পারেননি৷

তাঁর নির্দেশে, বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা শম্পা সাহাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন আধিকারিকরা৷ তবে আপাতত এই দৃশ্য দেখে সর্বসমক্ষে মুখ খুলতে বাধ্য হয়েছেন শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন, বিগত ২৫ বছরে রাজ্যের শিক্ষার নামে কী হয়েছে তার দৃষ্টান্ত এই বিদ্যালয়৷ বিদ্যালয়টি কোনও প্রত্যন্ত এলাকায় নয়৷ যোগাযোগ ব্যবস্থারও কোনও অপ্রতুলতা নেই৷ অথচ করুণ দশায় ধুঁকছে বিদ্যালয়টি৷ উল্লেখ্য, সোমবারও তিনি বিদ্যালয় পরিদর্শন জারি রেখেছিলেন৷ এদিন তিনি হেনরি ডিরোজিও অ্যাকাডেমিতে যান৷ সেখানে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ অব্যবস্থা দেখে প্রধানশিক্ষককে শোকজ নোটিশ পাঠানোর নির্দেশ দেন আধিকারিকদের৷ তাছাড়া এদিন নন্দনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়েও যান মন্ত্রী৷ সেখানে গিয়েও তিনি সুকলের অব্যবস্থা লক্ষ্য করেছেন৷ প্রসঙ্গত, সুকল পরিদর্শনের মধ্যে একমাত্র কামিনীকুমার মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *