BRAKING NEWS

আমবাসায় জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত দু’জন, সংকটজনক অবস্থায় এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,৮ জুলাই৷৷ জাপানি এনকেফেলাইটিস নামের ভয়ানক সংক্রামক রোগে আক্রান্ত আমবাসায় একই পরিবারের দুই সদস্য৷ আক্রান্ত দুজনকেই কুলাই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ জানা গিয়েছে, এই দুই রোগীর মধ্যে একজনের অবস্থা সংকটজনক হওয়ায় আগরতলায় জি বি হাসপাতালে পাঠানো হয়েছে৷ তারপর একটি বেসরকারী হাসপাতালে স্থানান্তর করে পরবর্তীতে সেই রোগীকে কলকতায় নিয়ে যাওয়া হয়েচে বলে রোগীর পারিবারিক সূত্রে জানা গিয়েছে৷ অপরজনের অবস্থার অবনতি হতে থাকায় তাকেও বর্তমানে আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে পাঠানো হয়েছে৷
এদিকে, এলাকায় জাপানি এনকেফেলাইটিস রোগের খবর ছড়িয়ে পড়লে আতঙ্ক ভুগছেন এলাকাবাসীরা৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমবাসা থানার অন্তর্গত উত্তর নালিছড়া গ্রাম পঞ্চায়েতের সুধারাম এলাকার বাসিন্দা উমা দেব (৩৭) বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন৷ তখন তাঁকে কুলাই জেলা হাসপাতালে ভর্তি করানো হয়৷ কিন্তু দুদিনের চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়৷ তখন তাঁকে আগরতলায় জি বি হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে তিনি জাপানি এনকেফেলাইটিসে আক্রান্ত৷ জানা গেছে, এই রোগের চিকিৎসা ব্যবস্থা জি বি হাসপাতালে ভালো নয় বলে উমাদেবীকে একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু, সাত জুলাই তিনি কোমায় চলে যাওয়ায় তাঁকে তৎক্ষণাৎ কলকাতায় নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে উমা দেবের চিকিৎসা চলছে কলকাতায়৷ অপরদিকে ১৮ বছর বয়সী তাপস পাল নামের এক যুবক জাপানি এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হয়েছে৷ বর্তমানে তার চিকিৎসা চলছে আগরতলায় একটি বেসরকারী হাসপাতালে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *