BRAKING NEWS

ই-গেজেটের সূচনা করে মুখ্যমন্ত্রী, ৩ বছরেই ডিজিটাল ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে কাজ হচ্ছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুলাই ৷৷ আজ সচিবালয়ের ২নং কনফারেন্স হলে ত্রিপুরা ই-গেজেট-এর সূচনা করা হয়৷ সাধারণ প্রশাসনের প্রিন্টিং ও স্টেশনারী দপ্তর, তথ্য, প্রযুক্তি দপ্তর এবং এন আই সি এর সহযোগিতার তৈরীএই ওয়েবসাইটের সূচনা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ডিজিটাল ইন্ডিয়া গড়ার স্বপ্ণকে বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরা সরকার কাজ করছে৷ একই অঙ্গ হিসাবে রাজ্যে ই-স্টাম্পিং, ই-টেন্ডারিং, ই-গেজেট ইত্যাদি ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে৷ তিনি বলেন, স্বচ্ছতার মাধ্যমে ট্র্যান্সফরমিং ত্রিপুরা গড়ার জন্য এই ডিজিটাল ব্যবস্থা থাকা প্রয়োজন৷ তিনি বলেন, এই ডিজিটাল পরিষেবার সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য সময়মত বিভিন্ন তথ্যাবলী আপলোড করতে হবে৷ এ প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের সকল পদাধিকারীদের ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে৷ ত্রিপুরাকে আগামী তিন বছরের মধ্যে ডিজিটাল ত্রিপুরা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে৷ তিনি বলেন, যে ব্যক্তি নির্দিষ্ট সময়ের আগেই কাজ সম্পন্ন করতে পারে মানুষ তাকেই অনুসরণ করে৷ মুখ্যমন্ত্রী গণবন্টন ব্যবস্থায় ই-পিডিএস ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে বলেন, ই-পিডিএস ব্যবস্থা চালু হওয়ায় জনগণের গণবন্টন ব্যবস্থায় সুবিধা পাওয়ার বিষয়ে কোন সন্দেহের কারণ নেই৷ গণবন্টন ব্যবস্থায় গ্রামের মানুষ কেন সঠিক পরিসেবা পায় তার জন্যই সরকার ই-পি ডি এস ব্যবস্থা চালু করেছে৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন মুখ্য সচিব সঞ্জীব রঞ্জন৷ ই-গেজেট ওয়েবসাইটটির বিশেষত্ব নিয়ে আলোচনা করেন এন আই সি’র সিনিয়র টেকনিক্যাল ডিরেক্টর সি কে ধর৷ স্বাগত বক্তব্য রাখেন সাধারণ প্রশাসনের প্রিন্টিং ও স্টেশনারী দপ্তরের সচিব জোতিষলাল দেববর্মা৷ উল্লেখ্য, যে ই-গেজেট হল গেজেট এর ইলেকট্রনিক সংস্করণ৷ ইে-গেজেটে সরকারী বিজ্ঞপ্তি, নির্দেশ , লেজিস্লটিভ বিল, অ্যাক্ট এবং রুলস, মেমোরেন্ডাম, কোরিজেন্ডাম, জনসচেতনতা বিষয়ক সরকারী নোটিশ, অর্ডিন্যান্স ইত্যাদি থাকবে৷ জনগণ যে কোন জায়গা থেকে ই-গেজেট ওয়েবসাইটের সমস্ত তথ্য পেতে পারেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পরামর্শদাতা বি কে ছিববার, প্রধান সচিব কুমার অলক, গ্রাম উন্নয়ন দপ্তরের প্রধান সচিব এল কে গুপ্তা, পুলিশের মহানির্দেশকক এ কে শুক্লা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *