BRAKING NEWS

ভারত-ভূটান সীমান্তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বুনো হাতির

তামুলপুর (অসম), ৮ জুলাই (হি.স.) : অসমে ফের বুনো হাতির মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গেছে, বাকসা জেলার ভারত-ভূটান সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে করুণ মৃত্যু হয়েছে হাতিটির৷
বাকসা জেলার তামুলপুর মহকুমার ৩ নম্বর গয়বাড়িতে সংঘটিত হয়েছে এই ঘটনা। গত কয়েকদিন ধরে নাগ্ৰিজুলি এবং পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কয়েকটি বুনো হাতির দল সন্ত্ৰাস চালাচ্ছিল। এখনও অঞ্চলে বিচরণ করছে ৭০ থেকে ৮০টি হাতির দল।
এদিকে, মধ্য অসমের হোজাই জেলার ঠেপেলাগুড়িতে বুনো হাতির এক শাবকের অবাধ বিচরণে এলাকায় অত্যুৎসাহী মানুষের ভিড় জমেছে। দল থেকে বিচ্ছিন্ন হয়ে এলাকার রাস্তা ও সংলগ্ন স্থানে বিচরণ করছে হাতি শাবকটি। ঘটনাস্থলে এসেছে বনকর্মীর এক দল। তাঁরা হাতি শাবকটিকে নিরাপদে জঙ্গলে খেদি পাঠানোর চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *