BRAKING NEWS

ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৮ তম জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী, ত্রিপুরাতে বিজেপি-আইপিএফটি সরকার ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রদর্শিত রাষ্ট্রবাদী দীশাতে কাজ করছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ শ্রদ্ধায় ও স্মরণে আজ উদযাপিত হলো ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১১৮ তম জন্মজয়ন্তী৷ তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রথম প্রেক্ষাগৃহে আয়োজিত হয় রাজ্য পর্যায়ের মূল অনুষ্ঠান৷ এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় আলোচনাচক্র ও সাংসৃকতিক অনুষ্ঠান৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন৷ অনুষ্ঠানের শুরুতে প্রদর্শিত হয় ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে একটি তথ্যচিত্র৷

অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হচ্ছেন একজন মহান রাষ্ট্রপুরুষ৷ আজকের অনুষ্ঠানের সভাপতি ড. জগদীশ গণচৌধুরীরর বক্তব্যের রেশ টেনে মুখ্যমন্ত্রী বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন রাজনীতির ঊধের্ব আমাদের দেশের এক অন্যতম শ্রেষ্ঠ সন্তান৷ ৩৭ লক্ষের ত্রিপুরা – ত্রিপুরেশ্বরী মায়ের পুণ্যভূমি ত্রিপুরা – জাতি উপজাতি মানুষের মিলনস্থল এই ত্রিপুরা রাজ্যে একটি দীর্ঘ সময় বিদেশী মতবাদের মানসিকতা নিয়ে একটা সরকার এি রাজ্যে বিরাজ করেছে৷ দীর্ঘ ২৫ বছর সময়টা কম নয়৷ কিন্তু এই ২৫ বছরে বিদেশী মতবাদের মানসিকতা সম্পন্ন সরকার ত্রিপুরাকে নিজের পায়ে দাঁড় করিয়ে যেতে পারেনি৷ মুখ্যমন্ত্রী বলেন, আমরা এই শূণ্য জায়গা থেকে যাত্রা শুরু করেছি৷ এখন পর্যন্ত যা কিছু সিদ্ধান্ত হয়েছে, সবই হয়েছে রাষ্ট্র হিতে৷ রাজ্যের কল্যাণে – মানুষের কল্যাণে৷ মুখ্যমন্ত্রী বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাষ্ট্রবাদী চিন্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশে একটি বিকাশমুখী সরকার কাজ করছে৷ ত্রিপুরাতেও আমরা সেই রাষ্ট্রবাদী দিশাতেই কাজ করছি৷

মুখ্যমন্ত্রী বলেন, মহম্মদ আলী জিন্নার যে স্বপ্ণ ছিলো বৃহত্তর পাকিস্তান তার বিরোধিতা করেছিলেন ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ রাষ্ট্রবাদের পরিচয় দিয়ে তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন৷ এমনই ছিলো তাঁর প্রখর রাষ্ট্রপ্রেম৷ তিনি বলেন,স রাষ্ট্রবাদী মানসিকতা না থাকলে কোনও দেশ বড় হতে পারে না৷

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান ধবংসস্তুপে পরিণত হয়েছিলো৷ প্রখর রাষ্ট্রপ্রেম থেকেই জাপান আবার ঘুরে দাঁড়িয়েছে৷ পৃথিবীর এক অন্যতম শ্রেষ্ঠ দেশে পরিণত হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেমন একজন রাষ্ট্রপুরুষ ছিলেন, তেমনি তিতিন নিজেই এক প্রতিষ্ঠানও ছিলেন৷ ত্রিপুরার বিজেপি আইপিএফটি সরকার রাষ্ট্রবাদী চিন্তনের দিশায় কাজ করছে এবং করবে৷ রাজ্যে দুর্নীতি মুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার প্রয়াস নিয়েছি আমরা৷ এই প্রয়াস অব্যাহত থাকবে৷ এটাই হবে ড শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপনে আমাদের সবচেয়ে বড় উপহার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *