BRAKING NEWS

বিষধর সাপের দংশনে গৃহবধূর মৃত্যু চাকমাঘাটে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ জুলাই৷৷ বিষধর সাপের ছোবলে এক উপজাতি গৃহবধূর মৃত্যু৷ মৃত গৃহবধূর নাম সুখিনী দেববর্মা৷ বয়স ৩২৷ স্বামী সূর্যকুমার দেববর্মা৷ ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটস্থিত রঙ্গিয়াটিলা এলাকায় সোমবার সকালে৷ সুখিনী দেববর্মাকে বাঁচাতে ঝাঁর ফোকও  জারী রয়েছে৷ জানা গেছে, প্রতিদিনের মতো সুখিনী দেববর্মা তার দুই সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলো ভোর বেলায় সুখিনী দেববর্মা দেখতে পায় তার বিছানার উপর বিষধর সাপ প্রবেশ করে৷ ক্ষানিকের মধ্যেই সূখিনীর পায়ের আঙ্গুলে ছোবল দেয় সাপটি৷ পরে স্বামীকে সে বিষয়ে জানায় সুখিনী দেববর্মা৷ সাপটিকে খোঁজে মেরে ফেলে দুই জনে মিলে৷ এক সময় স্বামী স্ত্রীকে ঘরের মধ্যে রেখে বাজারে চলে আসে৷ সকাল নয়টায় বাড়ী ফিরে দেখে স্ত্রী-এর অবস্থা সংকটজনক৷ এক সময় সুখিনী কথা বার্তা বন্ধ হয়ে পরে৷ এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ জানা গেছে হাসপাতালে না নিয়ে গিয়ে ঝাঁর ফোকের মাধ্যমে স্ত্রীকে বাঁচানোর  চেষ্টা চালায়৷ এদিকে ভোর চারটার সাপটি ছোবল দিয়ে থাকলে অর্থের অভাবে হাসপাতালে নিয়ে আসতে পারেনি বলে জানান৷ এদিকে সুখিনী দুটি সন্তান রয়েছে৷ সুখিনীর  অকাল মৃত্যু গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *