BRAKING NEWS

উত্তেজনা অব্যাহত রাজ্য জুড়ে, ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ কিডনি পাচার ও ছেলে ধরাকে কেন্দ্র করে যে উত্তেজনা গোটা আগরতলা জুড়ে তৈরি হয়েছে তাতে রবিবারও বন্ধ ছিল ইন্টারনেট পরিষেবা৷ রবিবার রাজ্য পুলিশ ও সিআরপিএফ-এর তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় টহল দেওয়া হয়৷ একালাগুলি মোহনপুর, বেলুরি, সাব্রুম, ধর্মনগর, ধলাই৷ ছেলেধরা ও কিডনি পাচার গুজবে এখন পর্যন্ত আটজন রাজ্যে মারা গিয়েছে৷ এই হত্যাকান্ডের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ এদের মধ্যে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এই ১৭ জনই বিরোধী দল সিপিআইএম দলের সদস্য বলে জানা গিয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় গুজব যাতে না ছড়ানো যায় তার জন্য গত তিন দিন ধরে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল৷ এদিকে, রবিবার সন্ধ্যার একটু আগে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হয়েছে৷ তবে, ইন্টারনেটের গতি অত্যন্ত ধীরে৷ তাতে দুর্ভোগ পোহাচ্ছেন নেটিজেনরা৷ অন্যদিকে, রাজ্যের বিভিন্ন স্থানে ছেলেধরার আতঙ্ক ছড়িয়ে আছে৷ বিভিন্ন সংস্থার তরফ থেকে রাজ্যের বিভিন্ন স্থানে গুজব প্রতিহত করার জন্য সচেতনতার প্রচার করা হয়৷ গৌড়িয় বৈষ্ণব মহান্ডলীর তরফ থেকে রবিবার আগরতলায় মৌন পদযাত্রা করা হয়৷ গুজবের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ  দিয়েছে৷ প্রসঙ্গত, গত কদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে ছেলে ধরার গুজব ছড়িয়ে পড়ায় আটজনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়৷ এই ঘটনার জেরে সংশ্লিষ্ট এলাকাগুলিতে আতঙ্ক বিরাজ করছে৷ পাশাপাশি পুলিশ প্রশাসন যথেষ্ট সতর্কতার সাথে নজরদারী চালিয়ে যাচ্ছে৷ এদিকে, রাজ্যের বাইরে থেকে এখানে যারা ব্যবসা বানিজ্য করছেন তাদের একটি অংশ বিশেষ করে ফেরিওয়ালারা ঘর থেকে বেরুচ্ছে না বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *