BRAKING NEWS

বিশ্বকাপে ম্যাচ ফি বাবদ টাকা সমাজ সেবামূলক কাজে দান এমবাপের

কাজান, ১ জুলাই (হি.স.) : দেশের হয়ে খেলার জন্য ফুটবলারদের কোনও অর্থ নেওয়ার দরকার নেই বলে মনে করেন ফ্রান্সের তারকা এমবাপে৷ এজন্য বিশ্বকাপে প্রতি ম্যাচে ‘ফি’ বাবদ পাওয়া ২০,০০০ ইউরো(ভারতীয় মুদ্রায় ১৬ লক্ষেরও বেশি টাকা) আয় করে থাকেন এমবাপে৷ এই ১৬ লক্ষেরও বেশি টাকা সমাজ সেবামূলক কাজে দান করেছেন ফ্রান্সের ১৯ বছরের এই ফরোয়ার্ড৷ শনিবার মেসিদের বিরুদ্ধে ম্যাচে ফ্রান্সের জয়ের নায়ক এমবাপে অনবদ্য ফুটবল উপহার দেন ফ্রান্সবাসীকে৷
নক-আউটের ম্যাচের দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ১৯৯৮ এর চ্যাম্পিয়নদের ৪-২ এগিয়ে দেন এমবাপে৷ আর্জেন্টিনার ডিফেন্স তছনছ করে ৬৪ ও ৬৮ মিনিটে জোড়া গোল করেন পিএসজির এই ফরোয়ার্ড৷ ম্যাচের অতিরিক্ত সময়ে মেসির দুরন্ত পাশ থেকে আগুয়েরোর হেড ব্যাবধান কমালেও (৩-৪) বিশ্বকাপ থেকে বিদায় নেয় গতবারের ফাইনালিস্টরা৷
এমবাপেকে নিয়ে লরিয়াসের স্পোর্টসের পক্ষ থেকে করা একটি টুইট সোশ্যাল মিডিয়েতে ছড়িয়ে পড়েছে৷ টুইটটিতে বলা হয়েছে , ‘বিশ্বকাপ থেকে প্রাপ্ত সমস্ত অর্থ চ্যারিটির জন্য দিয়ে দেবেন কিলিয়ান এমবাপে৷ বিশ্বকাপে ম্যাচ পিছু ২০,০০০ ইউরো(১৬ লক্ষেরও বেশি টাকা) আয় করে থাকেন এমবাপে৷ প্রতিটি ম্যাচ থেকে প্রাপ্ত এই টাকা সমাজ সেবামূলক কাজের জন্য দেবেন ফ্রান্সের তরুণ স্ট্রাইকার৷ কারণ তিনি বিশ্বাস করেন দেশের হয়ে খেলার জন্য কোনও টাকা নেওয়া উচিৎ নয়৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *