BRAKING NEWS

সুপার সানডে’তে পানামার বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামছে ইংল্যান্ড

মস্কো, ২৪ জুন (হি.স.) : রাশিয়ার বিশ্বকাপে দ্বিতীয় রবিবাসরীয় সুপার সানডে’তে মাঠে নামছে ইংল্যান্ড৷ প্রতিপক্ষ পানামা৷ অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের মুখোমুখি হবে সেনেগাল আর পোল্যান্ড খেলবে কলম্বিয়ার বিরুদ্ধে৷
শেষ ম্যাচে দুরন্ত পারফরম্যান্স করে জয় পেয়েছে সাউথগেটের ছেলেরা৷ ইতিমধ্যেই হ্যারি কেনের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে নিয়ে আশার বুক বাঁধছে ফুটবলবিশ্ব৷ ‘ডার্ক হর্স’ ধরা হচ্ছে ইংল্যান্ডকে৷ প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিরুদ্ধে কেনের জোডা় গোলে তিন পয়েন্ট নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে থ্রি-লায়ন্স৷ ইতিমধ্যেই জি গ্রুপের লড়াইয়ে বেলজিয়াম প্রথম দুটি ম্যাচ জিতে শেষ ষোলোর রাস্তা পাকা করে ফেলেছে৷ হ্যারি’র ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচ জিতে পরের পর্ব পাকা করে কিনা সেটাই এখন দেখার৷
শেষ বাইশ বছরে বিশ্বকাপ বা ইউরোপের সেরা টুর্নামেন্টে কোয়ার্টারে গণ্ডি পেরোতে পারেনি ইংল্যান্ড৷ শেষবার ১৯৯৬ সালে ইউরোপ সেরার লড়াইয়ে সেমিফাইনাল খেলেছিল ব্রিটিশবাহিনী৷ সেই পরিসংখ্যানও ভাবাচ্ছে ব্রিটিশ কোচ সাউথগেটকে৷ তবে হ্যারি কেনের ইংল্যান্ডকে নিয়ে তিনি আশাবাদী৷ নতুন প্রজন্মের ইংল্যান্ড নতুন ইতিহাস লিখতে পারবে বলেই আশা রাখছে সাউথগেট৷ প্রতিপক্ষ পানামা আবার অঘটন ঘটাতে মরিয়া৷ শেষ ম্যাচে বেলজিয়ামের কাছে হারলেও বিশ্বকাপের মঞ্চে প্রথম বার পা রেখে প্রথমার্ধে টিনটিনের দেশকে রুখে দিয়েছিল তারা৷ তাই ইংল্যান্ডের বিরুদ্ধে অন্তত এক পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে চাইবে পানামা৷
অন্যদিকে এইচ গ্রুপের চার দলই রবিবার মাঠে নামছে৷ প্রথম ম্যাচে জাপানের কাছে মুখ থুবড়ে পড়েছিল লাতিন আমেরিকার কলম্বিয়া৷ তাই জয়ের ছন্দে ফিরতে মরিয়া রদ্রিগেজরা৷ কলম্বিয়ার প্রতিপক্ষ পোল্যান্ড আবার হেরেছে সেনেগালের কাছে৷ অঘটনের বিশ্বকাপে হার দিয়ে অভিযান শুরু করায় দুই দলের কাছে আজকের ম্যাচ অগ্নিপরীক্ষা হতে চলেছে৷ অন্য দুই দল সেনেগাল ও জাপান প্রথম ম্যাচে জয়ের ধারা ধরে রাখতে নামছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *