রামঠাকুর সংঘ এলাকা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ রাজধানী আগরতলার বনমালীপুর কেন্দ্রে রাজনৈতিক সংঘর্ষে এলাকাবাসী আতঙ্কিত৷ শনিবার রাত থেকে শুরু সংঘর্ষের রেশ আজ রবিবারও কাটেনি৷ এলাকায় চলছে পুলিশী টহলদারী৷ পরিস্থিতি উত্তপ্ত থাকলেও নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ জানিয়েছে৷ শনিবার আগরতলার প্রাণকেন্দ্র তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নির্বাচনী কেন্দ্রে অবস্থিত রামঠাকুর সংঘ এলাকায় বিজেপি এবং সিপিএম কর্মী সমর্থকদের মধ্যে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়৷ জানা গেছে, রাতে রামঠাকুর সংঘ এলাকায় বিজেপি কর্মী অরূপ দাস, সমীর দেবনাথ, রাজু ভট্টাচার্যকে সিপিএম কর্মী ও সমর্থকরা আক্রমণ করে৷ এই অভিযোগ করেছেন বিজেপি কর্মী ও সমর্থকরা৷ পাশাপাশি তারা এও অভিযোগ করেন, এদিন সিপিএম কর্মী সমর্থকরা এলাকায় বিভিন্ন দোকানে ঢুকে হামলা হুজ্জতি চালায়৷ এ ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ব থানায় একটি মামলা রুজু করা হয়েছে৷
একটি সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তন হওয়া সত্ত্বেও এলাকায় এখনও সিপিএম ক্যাডার বাহিনীর তান্ডব কমেনি৷ জমির মাফিয়াগিরির কাজে বিজেপি কর্মীরা বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতেই এই সংঘর্ষ বাঁধে৷ এলাকার বিজেপির কর্মী ও সমর্থকরা জানান, দীর্ঘদিন যাবত কিছু জমি মাফিয়াদের বিরুদ্ধে তাঁরা সোচ্চার ছিলেন৷ আর এতে বনমালীপুরের বেশ কিছু জায়গায় মারমুখী সংঘর্ষের ঘটনা ঘটে৷ এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ যদিও এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *