BRAKING NEWS

কলকাতায় ফুটবল খেলবে বিশ্বখ্যাত এফ সি বার্সিলোনা

কলকাতা, ২৪ জুন (হি. স.) : কলকাতায় ফুটবল খেলতে আসবে বিশ্বখ্যাত এফ সি বার্সিলোনা| মোহনবাগানের ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ ছাড়াও দুই প্রাচুন ক্লাবের মধ্যে ফুটবল-উন্নয়নের সমঝোতা হচ্ছে| রবিবার কলকাতায় সাংবাদিক সম্মেলনে এই খবর জানান মোহনবাগানের ক্লাব সচিব অঞ্জন মিত্র৷
১৮৯৯ সালে তৈরী হয় এফ সি বার্সিলোনা| অন্যদিকে, মোহনবাগান ক্লাবের জন্ম ১৮৮৯-এ| এ কথা জানিয়ে এ দিন অঞ্জনবাবু বলেন, ওদের উপস্থিতি একটা সর্বকালীন রেকর্ড তৈরী করবে ভারতীয় ফুটবলে| খেলা হবে আগামী ২৮ সেপ্টেম্বর, যুবভারতী ক্রীড়াঙ্গনে| বার্সিলোনার হয়ে নামিদামিরা খেলবেন|
মোহনবাগান ক্লাবের হয়ে করা খেলবেন, এ দিন সেই তালিকা প্রকাশ করা হয়নি| সম্পাদক স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন পর্যন্ত ব্যারেটোর নাম চূড়ান্ত হয়েছে| আগামীতে এ নিয়ে নানা স্তরে কথা বলে খেলোয়ারদের নাম ঘোষণা করা হবে | একটি প্রদর্শনী ম্যাচের পাশাপাশি বিনিময় চুক্তি এবং বার্সিলোনার কাছ থেকে নিয়মিত ফুটবলের পরামর্শ নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে|”
এই খেলার অন্যতম উদ্যোক্তা প্রাক্তন ফুটবল তারকা শিশির ঘোষ এ দিন সাংবাদিকদের বলেন, “অতীতে কলকাতায় কিছু নামী বিদেশী ফুটবল দল এসেছে| কিন্তু এফ সি বার্সিলোনার প্রস্তাবিত সফরকে নিয়ে যে প্রস্তুতি শুরু হয়েছে, তাতে এই সফর একটা মাইলফলক হয়ে থাকবে| বায়ার্ন মিউনিখ যখন কলকাতায় এসেছিল, আমি তাদের সঙ্গে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলাম| এবার আমিই চাইলাম মোহনবাগানের সঙ্গে এফ সি বার্সিলোনার খেলার আয়োজন হোক|”
প্রস্তাবিত খেলার আর এক উদ্যোক্তা মার্লিন গোষ্ঠির যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর সকেট মেহতা বলেন, “আমরা যতটা পারি এ ব্যাপারে মোহনবাগান ক্লাবকে সাহায্য করব|” পরিকল্পনার সহযোগী সংস্থা ‘ফুটবল নেক্সট ফাউণ্ডেশন’-এর প্রতিষ্ঠাতা কৌশিক মল্লিক এ দিন বলেন, “তারকা ফুটবলারদের দেখে নবীন প্র্জন্ম ফুটবল খেলার ব্যাপারে বাড়তি আগ্রহ ও অনুপ্রেরণা পাবে|”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *