BRAKING NEWS

এন্ট্রি পাস নিয়ে তারাপুর সীমান্ত হাটে তীব্র উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৪ জুন৷৷ রবিবার কমলাসাগর তারপুর সীমান্ত হাট বসে৷ সকাল সাতটা থেকে হাটের দোকানীরা পণ্য সামগ্রী নিয়ে হাটে প্রবেশ করেন৷ সকাল নয়টা নাগাদ হাটে প্রবেশকারীদের জন্য টিকিট কাউন্টার খোলা হয়৷ প্রত্যেক হাটবারে প্রবেশকারীদের জন্য এক হাজার টিকিট দেওয়া হয়৷ যার মূল্য কুড়ি টাকা প্রতি টিকিট৷ দেখা যায় একমাস ধরে হাটে প্রবেশকারীরা টিকিট পাচ্ছে না৷ এগারটা বাজতেই টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয়৷ এই বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে ঝামেলা হয় টিকিট ক্রেতা ও কাউন্টারের লোকদের মধ্যে৷ আজ সেই টিকিট নিয়ে হাটে প্রবেশকারীদের সাথে ফের ঝামেলা হয়৷
অনেক দূর থেকে সীমান্ত হাটে যাওয়ার জন্য অনেকেই আসেন৷ কিন্তু হাটে প্রবেশের জন্য কাউন্টার থেকে টিকিট নিতে গেলে গেলে দেখা যায় টিকিট দেওয়া হচ্ছে না৷ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তাদের৷ প্রখর রৌদে লম্বা লাইনে দাঁড়িয়ে হাটে প্রবেশকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়৷ তখন টিকিট কাউন্টারের লোকদের জিজ্ঞাসা করলে তাদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়৷ এদিকে, কলকাতা থেকে কিছু পর্যটক এখানে এসে টিকিট না পেয়ে হতাশ হয়েছেন৷ দাবী উঠেছে, রাজ্যের বাইরে থেকে আসা পর্যটকদের হাটে প্রবেশের ক্ষেত্রে পৃথক টিকিটের ব্যবস্থা করার৷ বাংলাদেশের অনেক দূর থেকে আত্মীয়রা এসে তারাপুর সীমান্ত হাটে৷ তাদের সাথে দেখা করা সম্ভব হয়নি হাটে প্রবেশপত্র না পাওয়াতে৷ অন্যদিকে আরো দাবী করেছে টিকিটের সীমা দেওয়া হয়নি৷ কি করে প্রবেশকারীরা জানবে যে টিকিট শেষ হয়ে গেছে৷ এই হয়রানি অবিলম্বে বন্ধ করার দাবী উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *