উলানবাটর কাপের ফাইলানে উঠল পাঁচ ভারতীয় বক্সার

উলানবাটর, ২৪ জুন (হি.স.): মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত বক্সিংয়ের উলানবাটর কাপের একাধিক ক্যাটাগরিতে ফাইনালে উঠল ভারতের পাঁচ বক্সার। ভারতীয় বক্সিংয়ের সাম্প্রতিক ইতিহাসে এটি ভারতীয় বক্সারদের অনবদ্য ফলাফল।
শনিবার ৫৭ কেলিগ্রাম বিভাগে ভারতের সোনিয়া লাথার, মণদীপ জাংরা ছাড়াও ৬৯ কিলোগ্রাম বিভাগে উঠেছেন ভারতের লাভলীন বরগোহান, হিমাংশু শর্মা(৪৯ কিলোগ্রাম) এবং ৫৬ কিলোগ্রাম বিভাগে মহম্মদ এটাস খান ফাইনালের টিকিট পাকা করেছেন।
অন্যদিকে ব্রোঞ্জ পেয়ে এবারের মতো উলানবাটর কাপের অভিযান শেষ করলেন শিবা থাপা (৬০ কিলোগ্রাম)। ৭৫ কিলোগ্রাম বিভাগে নবাগত বক্সার ভানলিমপুয়া পেয়েছেন ব্রোঞ্জ। অন্যান্য যেসব ভারতীয় বক্সার ব্রোঞ্জ পেয়েছেন তারা হলেন আশিস (৬৪ কিলোগ্রাম), বীণাদেবী কইজাম (৪৮ কিলোগ্রাম)। কোরীয় বক্সার কিম কুম সুনের কাছে হেরে ব্রোঞ্জ পেয়ে সন্তুষ্ট থাকতে হয় বীণাদেবী কইজামকে। সবদিক থেকে ভারতীয় বক্সাররা নজর কেড়েছে। এর ফলে পরবর্তী এশিয়ান গেমসে ভারতীয়দের বক্সিংয়ে পদকের প্রত্যাশা অনেক বেড়ে গেলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *