BRAKING NEWS

অবশেষে রাশিয়া বিশ্বকাপে কামব্যাক জার্মানির, সুইডেনকে ২-১ গোলে হারাল

সোচি, ২৪ জুন (হি.স.) : অবশেষে রাশিয়ার রণভূমিতে কামব্যাক হল বিশ্বচ্যাম্পিয়ন দলের৷ শনিবার রাতে সুইডেনের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় পেল জার্মান ব্রিগেড৷ ৯০ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ১-১ থাকলেও শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দিলেন টনি ক্রুস৷ ৯৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে জার্মানিকে জয়ের সরণীতে ফেরান ক্রুস৷
চাপে পড়লেই জার্মানির আসল রূপটা বেড়িয়ে আসে৷ ফুটবল বোদ্ধাদের সেই তত্ত্বতে ফের শিলমোহর দিল জার্মানরা৷ দশ জনে খেলা জার্মান জয়ে ফিরল টনির বিশ্বমানের ফ্রি-কিকে৷ সুইডেনকে ২-১ হারিয়ে শেষ ষোলোর আশা জিয়ে রাখল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন দল৷ ৮২ মিনিটে বোটেং লাল কার্ড দেখে মাঠ ছাড়লে জার্মানি দশ জনে পরিণত হয়৷ মেক্সিকোর কাছে হারের পর এদিন সুইডেনের কাছে হার নিশ্চিত ছিল জার্মান ব্রিগেডের৷ বলা ভাল কোনও রকমে লজ্জার হার বাঁচিয়ে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ন্যুয়ারা৷ প্রথমার্ধে ৩২ মিনিটে তোইভোনেনের গোলে এগিয়ে যায় সুইডেন৷ তোইভোনেনের গোলমুখের শটটি বুঝতে ভুল করেছিলেন ন্যুয়ার৷ শেষবারের সোনালী গ্লাভসের মালিক এদিন বেশ কয়েকটি দুরন্ত সেভ করলেও প্রথামার্ধে দস্তনা হাতে তোইভোনেনের শটে বিপদ আটকাতে পারেননি৷
দ্বিতীয়ার্ধের শুরুতে জার্মানি প্রত্যাবর্তন করলেও ম্যাচ জয়ের আশা জাগাতে পারেনি৷ ৪৮ মিনিটে মার্কো রিয়াসের গোলে ম্যাচে ফেরে শেষবারের বিশ্বচ্যাম্পিয়নরা৷ গোলের পর ফের ম্যাচ থেকে হারিয়ে যেতে শুরু করে মুলার-হেক্টররা৷ আক্রমণের ঝড় তুললেও গোলের দেখা পায়নি জার্মানি৷
এদিন হাফ ডজনের বেশি গোল মিস করেছে জার্মান বাহিনী৷ এই জার্মানিকে দেখতে অনভ্যস্ত ফুটবলবিশ্ব৷ দুই ম্যাচেই সুযোগ তৈরি করতে পারলেও গোলমুখ খুলতে পারেনি জার্মানরা৷ অন্যদিকে সুইডেনের বিরুদ্ধে এদিন নয়বার গোলমুখে শট মেরে দুটি মাত্র গোল পেয়েছে জার্মানি৷ শেষ বাঁশি বাজার আগে ৮৭ মিনিটে গোমেজ শেষ চেষ্টা করলেও সুইডিস গোলকিপারের দুরন্ত সেভে বাধা পায় জোয়াকিম লো-এর ছেলেরা৷ অতিরিক্ত সময়ে পোস্টে লেগে জামার্নির একটি গোলমুখী শট ফিরে আসে৷ শেষটায় টনি ক্রুসের ফ্রি কিক থেকে গোলের দরজা খোলে শেষবারের চ্যাম্পিয়ন দল৷ এফ গ্রুপের লড়াইয়ে ছয় পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই শেষ ষোলোতে পৌঁছে গিয়েছে মেক্সিকো৷ দ্বিতীয় দল হিসেবে ঐ গ্রুপ থেকে পরের পর্বে যাওয়ার লড়াই এবার জার্মানি ও সুইডেনের৷ দুই দলই দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে লড়াইয়ে রয়েছে৷ শেষ আটের লড়াইয়ে থাকা দুই দলেরই গোল ব্যবধান শূন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *