BRAKING NEWS

চোত্তাখোলার মৈত্রী উদ্যানকে আরও আকর্ষণীয় করতে উদ্যোগ নেয়া হবে ঃ পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন৷৷ চোত্তাখোলার মৈত্রী উদ্যানকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করার জন্য সরকার উদ্যোগ নেবে বলে

শুক্রবার বিধানসভায় পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিং রায়৷ নিজস্ব ছবি৷

পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আজ রাজ্য বিধানসভায় জানিয়েছেন৷ প্রশ্ণোত্তর পর্বে বিধায়ক সুধন দাসের এক প্রশ্ণের উত্তরে তিনি জানান, ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানকে কেন্দ্র করে সার্কিট ডেভেলপমেন্ট অব মৈত্রী উদ্যান চোত্তাখোলা নামক একটি প্রকল্প কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে৷ এই প্রকল্পে ৯ কোটি ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছিল৷ প্রকল্পটি ভারত সরকারের পর্যটন মন্ত্রক থেকে এখনও অনুমোদন এবং অথু বরাদ্দ পাওয়া যায়নি৷ পর্যটনমন্ত্রী জানান, এর পাশাপাশি নতুন করে স্বদেশ দর্সন-টু প্রকল্পের মাধ্যমে ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম থেকে ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানের উন্নয়নের জন্য ৭ কোটি ১৩ লক্ষ ৯৪ হাজার টাকার আরও একটি প্রস্তাব ভারত সরকারের পর্যটন মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে৷ এই প্রকল্পটিরও অনুমোদন এবং অর্থ বরাদ্দ পাওয়া যায়নি৷ তিনি জানান, রাজনগর ব্লক এলাকার চোত্তাখোলায় ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানে পর্যটকের ভীড় বাড়ছে৷

পর্যটনমন্ত্রী বলেন, শুধু মৈত্রী উদ্যান নয়, সমস্ত রাজ্যের পর্যটনের বিকাশের জন্য রাজ্য সরকার কাজ করে চলেছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে কথাও বলেছেন৷ বিধায়ক সুভাষ চন্দ্র দাসের অন্য এক প্রশ্ণের লিখিত উত্তরে পর্যটনমন্ত্রী জানান যে নীরমহলের সৌন্দর্যায়নে রাজ্য সরকারের নতুন পরিকল্পনা রয়েছে৷ নীরমহলে রাজন্য আমলের স্মৃতি বিজড়িত চিহ্ণগুলি আগের মত ফিরিয়ে আনার পরিকল্পনাও রাজ্য সরকারের রয়েছে৷ আগামী অর্থ বছরের মধ্যে এই কাজগুলি শেষ করার উদ্যোগ নেয়া হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *