BRAKING NEWS

ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর জনসভায় বিস্ফোরণ

আদ্দিস আবাবা, ২৩ জুন (হি.স.) : প্রধানমন্ত্রীর র্যা লিতে ভয়াবহ বিস্ফোরণ। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের একটি জনসভায় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর র্যা লিকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ জড় হয়েছিলেন। সেখানেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীকে দ্রুত ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

ইথিওপিয়ার আদিস আবাবা নামে একটি জায়গায় চলছিল র্যা লি। ইথিয়োপিয়ার রাজধানী শহরের মেস্কেলে স্কোয়্যারে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যের কিছু পরই হয় বিস্ফোরণ। ঘটনায় উপস্থিত বহু মানুষ আহত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে হেলেমারিয়াম দেসালেগন আচমকা পদত্যাগ করার পর প্রধানমন্ত্রী হন আবি আহমেদ। দেশের ‘ওরোমো’ দলের প্রতিনিধি হিসেবে তিনিই প্রথম প্রধানমন্ত্রী। এর আগে তিন বছর ধরে সরকার বিরোধী বিক্ষোভে শিরোনামে এসেছে এই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *