BRAKING NEWS

যোগাভ্যাস বিশ্বের অন্যতম ঐক্যসাধনকারী শক্তি হয়ে উঠেছে, আন্তর্জাতিক যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

দেহারদূন, ২১ জুন (হি.স.): গোটা বিশ্বের মানুষের মনোবল ও জীবন বদলে দিয়েছে যোগাসন| ২১ জুন, বৃহস্পতিবার চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসে এমনই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রস্তুতি শুরু হয়েছিল আগেই, বৃহস্পতিবার সকাল ৬.৩০ মিনিট নাগাদ উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনের ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট-এ শুরু হয় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যোগাভ্যাসে অংশ নেন ছাত্র-ছাত্রী সহ প্রায় ৫০ হাজার সাধারণ মানুষ| আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে বুধবার রাতেই দেহরাদূন পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| আর বৃহস্পতিবার সাত সকালেই তিনি পৌঁছে যান দেহরাদূনের ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউটে|
সাদা টি-শার্ট ও সাদা ঢিলেঢালা প্যান্ট পরে যোগাসন করেন প্রধানমন্ত্রী| গোটা বিশ্বের মানুষের মনোবল ও জীবন বদলে দিয়েছে যোগাসন, যোগকে জীবনের একটি অঙ্গ করে নেওয়ার আহ্বাণ জানিয়ে উপস্থিত সকলের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পর্বতাবৃত উত্তরাখণ্ড এখানকার মানুষকে যোগাসনে অনুপ্রেরণা দেয়| পরমাত্মার সঙ্গে যোগ সাধনে উদ্বুদ্ধ করে| পৃথিবীর যেখানে যখন সূর্য উঠেছে আজ, তখনই মানুষ যোগে সামিল হয়েছেন, এটা প্রতিটি ভারতবাসীর কাছে গর্বের| দেহরাদূন থেকে ডাবলিন, সাংহাই থেকে শিকাগো, জাকার্তা থেকে জোহানেসবার্গ, সর্বত্রই যোগা-ই যোগা| যোগা বিশ্বের অন্যতম ঐক্যসাধনকারী শক্তি হয়ে উঠেছে|’ প্রধানমন্ত্রীর কথায়, ‘পরিবার পরিজনের থেকে বিচ্ছিন্ন হওয়া, ভেঙে পড়া জীবনকে গড়ে দেয় যোগাসন| জীবনে আমরা যা কিছু সমস্যার সম্মুখীন হয়, যোগাসনই পারে সেই সমস্যা থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি জোগাতে|’ আন্তর্জাতিক যোগ দিবসের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘দ্রুত পরিবর্তনশীল বর্তমান সময়ে একজন মানুষের দেহ, মস্তিষ্ক ও আত্মার মধ্যে বন্ধন তৈরি করে যোগা| শন্তি অনুভূত হয়|’ যাঁরা যোগাসন একেবারেই করেন না তাঁদের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, অন্তত সুস্থ থাকার জন্য প্রতিদিনই খানিকটা যোগাসন করুন|
দেহরাদূনের ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউট ছাড়াও দেশ-বিদেশের নানা প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়| রাজস্থানের কোটায় যোগাসন করেন যোগগুরু বাবা রামদেব, আচার্য্য বালাকৃষ্ণা এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে| বেঙ্গালুরুতে যোগ দিবস পালন করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী| মহারাষ্ট্রে রাজভবনের অন্দরে যোগাসন করেন মহারাষ্ট্রের রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও| এছাড়াও অমরাবতীতে যোগ দিবস পালন করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু| চণ্ডীগড়ে যোগ দিবস পালন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি| ভারত-তিব্বত সীমান্তে প্রায় ১৮ হাজার ফুট উচ্চতায় প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেই যোগ দিবস পালন করেছেন আইটিবিপি জওয়ানরা| শুধু ভারতই নয়, গোটা বিশ্বের মোট ১৮০টি দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস| উল্লেখ্য, ২০১৪ সালের ২১ জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *