অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পদক্ষেপ, গ্রেফতার ইয়াসিন মালিক

শ্রীনগর, ২১ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে পুনরায় গ্রেফতার করল পুলিশ| বৃহস্পতিবার সকালে শ্রীনগরের মাইসুমা এলাকায় নিজ বাসভবন থেকেই গ্রেফতার করা হয় জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রধান ইয়াসিন মালিককে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে মাইসুমা এলাকায় অবস্থিত ইয়াসিন মালিকের বাড়িতে হানা দেন পুলিশ কর্তারা| প্রথমে ইয়াসিন মালিককে আটক করা হয়, পরে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ| অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই গ্রেফতার করা হয়েছে জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্টের (জেকেএলএফ) প্রধানকে|
উল্লেখ্য, প্রখ্যাত সাংবাদিক তথা ‘রাইজিং কাশ্মীর’-এর প্রধান সম্পাদক সুজাত ৱুখারি সহ সাধারণ নাগরিকদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বনধের ডাক দেয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি| হুরিয়ত নেতা সৈয়দ আলি শাহ গিলানি, মিরওয়াজ উমর ফারুক ও ইয়াসিন মালিক বনধের ডাক দেয়| কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই গ্রেফতার করা হয়েছে ইয়াসিন মালিককে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *