BRAKING NEWS

২০১৮-১৯ অর্থ বছরের বাজেট রাজ্যবাসীকে নতুন দিশা দেখাবে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ আজ রাজ্য বিধানসভায় অর্থমন্ত্রীর পেশ করা ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট এর উপর মুখ্যমন্ত্রীর অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী উপ-মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, অর্থমন্ত্রী এমন একটি বাজেট পেশ করেছেন যার মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী ত্রিপুরাকে হীরা বানিয়ে নতুন দিশা দেখিয়ে স্বনির্ভর করতে চেয়েছেন বাজেটে তা প্রতিফলিত হয়েছে৷ মুখ্যমন্ত্রী বলেন, বাজেটে সরকারী কর্মচারীদের ৭ম বেতনক্রম প্রদান করার জন্য আনুমানিক বরাদ্দ রাখা হয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী অরুণ জেটলী ত্রিপুরাকে স্বতঃপ্রণোদিতভাবে সহায়তা করেছেন বলেই এটা সম্ভব হয়েছে৷ এজন্য তিনি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান৷ মুখ্যমন্ত্রী বলেন, এবারের বাজেটে সবচেয়ে বড় বিষয় হল ঘাটতিশূণ্য বাজেট এবং পূর্ববর্তী ১৫০০ কোটি টাকার উপরে ডিফিসিট কভার আপ করে নতুন বাজেট তৈরী করা হয়েছে৷ গুণগত শিক্ষার কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে গুণগত শিক্ষার মান বজায় রাখার জন্য বাজেটে ৪টি নতুন বিএড কলেজ স্থাপন করার প্রস্তাব রাখা হয়েছে৷ এরমধ্যে একটি বিএড কলেজ মেয়েদের জন্য সংরক্ষিত রাখা হবে৷ রাজ্যে আইআইটি যার কাজ চার বছর ধরে পেন্ডিং ছিল আপাতত এনআইটি বিল্ডিং এ সেটা এবছর থেকে চালু করা হয়েছে৷ সরকার তপশিলী জনজাতি ছাত্রছাত্রীদের বোর্ডিং হাউস স্টাইপেন্ড প্রতিদিন ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে৷ অঙ্গনওয়াড়ী সেন্টারে কচিকাঁচাদের পুষ্টিকর খাবার রান্নার জন্য এলপিজি গ্যাস ব্যবহার করার জন্য সংস্থান রাখা হয়েছে বাজেটে৷ বর্তমান সরকার দুই মাসের মধ্যে লক্ষ্যমাত্রা স্থির করে ১ লক্ষের উপর গরীব বোনেদের রান্নার এলপিজি কানেকশন দিয়েছে৷ সরকার সহানুভূতির সহিত লক্ষ্য করেছেন যে অঙ্গনওয়াড়ী সেন্টারগুলিতে একাট বড় অংশের বোনেরা রয়েছেন যারা এখনও লাকড়ি দিয়ে ধোঁয়ার মধ্যে কচিকাঁচাদের খাওয়ার ব্যবস্থা করেন৷ এছাড়া মিড ডে মিলের রান্নার জন্য এলপিজি সংযোগ প্রদান করার প্রস্তাব রাখা হয়েছে বাজেটে৷

মুখ্যমন্ত্রী বলেন, সরকার শুধু ৭ম পে কমিশন নয়, জনজাতি উন্নয়ন নয়, শুধু ওবিসি বা সংখ্যালঘু উন্নয়ন নয়, সরকার সমাজের প্রত্যেকটি মানুষে কথা চিন্তা করে একটি স্বনির্ভর বাজেট তৈরী করেছে যা আগামী দিনে রাজ্যেবাসীকে নতুন দিশা দেখাবে৷ পুর্বেকার বাজেটের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আগেকার বাজেটগুলি ছিল তদানীন্তন ধারাবাহিক পর নির্ভরশীল৷ ত্রিপুরাকে স্বনির্ভর হওয়ার মত কোন দিশা ছিলনা৷ কিন্তু বর্তমান  সরকার অনেক পরিশ্রম করে এই প্রথমবার জনতার জন্য স্বনির্ভর বাজেট তৈরি করেছে যা স্বপ্ণ এই বাজেটের মধ্যে দিয়ে আগামী দিনে তা বাস্তবায়িত হবে৷ সাংবাদিকদের এক প্রশ্ণের জবাবে মুখ্যমন্ত্রী ৭ম বেতন কমিশন সগঠন ছাড়াও সরকারের অন্যান্য সিদ্ধান্তের কথা উল্লেখ করে বলেন, স্বরাষ্ট্র দপ্তরে চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে৷ আইন শৃঙ্খলা স্বচ্ছতা আনা হয়েছে৷ নেশামুক্ত ত্রিপুরা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ স্বরাষ্ট্র দপ্তরে ২টি নতুন টিএসআর বাহিনী গঠন করা, মহিলাদের সুরক্ষার জন্য টোল ফ্রি ১০০ নম্বর চালু করা হয়েছে, অ্যান্টিকরাপশন ব্যুরো গঠন, পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে আধুনিকীকরণ, নিয়োগনীতিতে স্বচ্ছতা আনার জন্য নতুন নিয়োগনীতি আনা হয়েছে৷ এছাড়া ই-টেন্ডারিং, ই-স্টামপিং এর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ গুণগত শিক্ষার জন্য এন ইস আই আর টিএর সিলেবাস তৈরীর জন্য কমিটি গঠন করা হয়েছে৷

স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করা হয়েছে৷ জিবি’র ট্রমা সেন্টারে নিউরোলজিস্ট ও নিউরোসার্জন চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করা হয়েছে৷ আরও ৩টি ট্রমা সেন্টার তৈরী করার প্রস্তাব রয়েছে৷ জেলা হাসপাতালগুলেিক আধুনিকীকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে৷ জেলা হাসপাতালগুলিতে সবধরনের রক্ত পরীক্ষা সহ অন্যান্য সেস্টগুলি বিনামূল্যে করানোর ব্যবস্থা করা হয়েছে, সাংবাদিকদরে জন্য অবসরকালীন পেনশন ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে, জনজাতিদের জন্য দিল্লিতে আই এ এস ফ্রি কোচিং এর ব্যবস্থা করা হয়েছে৷ কৃষকদের কল্যাণে ২১ হাজার জমিকে হাইরিস্ক জোন চিহ্ণিত করে কৃষকদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অন্তর্ভূক্ত করা হবে৷ রাজ্যে ক্যুইন আনারস দুবাই এ রপ্তানি করার ব্যবস্থা হয়েছে৷ এতে চাষীরা প্রতি আনারস ১০ টাকার পরিবর্তে ২০ টাকা করে দাম পাবে এবং এতে কৃষকদের আয় বাড়বে৷ ফুল প্রসেসিং ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু করার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে শিল্পপতিরা হয়রানির শিকার না হয়ে সহজেই ত্রিপুরাতে শিল্প গড়তে পারেন৷ প্রতিভাকে উৎসাহিত করার জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ মেধাবী প্রথম ৫ জনকে পুরসৃকত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দক্ষ খেলোয়ড়াদের পুরসৃকত করার ব্যবস্থা রাখা হয়েছে৷ সিভিল সার্ভিস কর্মীদের সিভিল সার্ভিস এওয়ার্ড দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য, জনজাতি উন্নয়ন, শিল্প, পূর্ত, পরিকাঠামো উন্নয়ন সর্ব ক্ষেত্রে কাজ করার জন্য বাজেটে সংস্থান রাখা হয়েছে৷ তবু বাজেট ঘাটতিশূণ্য৷ ৭ম বেতন কমিশনের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্ণের জবাবে মুখ্যমন্ত্রী জানান, ভার্মা কমিটির রিপোর্ট অনুসারে ৭ম বেতন কমিশন প্রদানের জন্য যা বরাদ্দ দরকার হবে তার ব্যবস্থা রাজ্য সরকার করবে৷ এদিনের সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *