BRAKING NEWS

লোকসভা নির্বাচন-১৯ : অসমের ১৪টি কেন্দ্রের প্রভারী নিয়োগ বিজেপি-র

গুয়াহাটি, ২০ জুন (হি.স.) : আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলকে মজবুদ করতে ময়দানে নেমে পড়েছে বিজেপি। সেই সূত্রে অসমের ১৪টি লোকসভা আসনে নির্বাচনের জন্য কেন্দ্রভিত্তিক দায়িত্বপ্রাপ্ত বা প্রভারীদের নাম ঘোষণা করেছে প্রদেশ বিজেপি।
বরাক উপত্যকার শিলচর লোকসভা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি-র প্রদেশ উপসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্যকে। তাছাড়া এক নম্বর করিমগঞ্জ তফশিলি (করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলাকে নিয়ে) লোকসভা আসনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ক, রাজ্য ভারী শিল্প নিগমের চেয়ারম্যান মিশনরঞ্জন দাসকে। একইভাবে ডিফু ও হাফলং মিলে একমাত্র লোকসভা আসনের দায়িত্বে রয়েছেন বোকাজানের বিধায়ক ডা. নোমল মুমিন। লখিমপুরে অশ্বিনী পাইত, তেজপুর, মঙ্গলদৈ, কোকড়াঝাড়, বরপেটা, ধুবড়ি, গুয়াহাটি, কলিয়াবর, যোরহাট, নগাঁও এবং ডিব্রুগড় লোকসভা আসনের দায়িত্বে রয়েছেন যথাক্রমে রাজেন বড়ঠাকুর, ভবেশ কলিতা, শিবনাথ ব্রহ্ম, বিমল ওসোয়াল, ডা. দেবময় সান্যাল, মনোজরাম ফুকন, অমিয় বরা, সুরভি রাজকুমারী, রবিশঙ্কর মজুমদার এবং ডঃ হেমপ্রভা বড়ঠাকুর।
উল্লেখ্য, আগামী বছর ২০১৯ সালের প্রথমদিকে লোকসভা নির্বাচন। একে সামনে রেখে প্রদেশ বিজেপি নির্বাচনের প্রস্ততি শুরু করে দিয়েছে বহুদিন আগে থেকে। গত ১৮ জুন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়ালের সরকারি বাসভবনে তাঁর উপস্থিতিতে প্রদেশ বিজেপি-র সভাপতি রঞ্জিতকুমার দাস, মন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা এবং বিজেপি-র সব সাংসদ ও বিধায়ক-সহ অন্যান্য শীর্ষ নেতার সঙ্গে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আগামী লোকসভা নির্বাচন নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। রাজ্যের ১৪টি লোকসভা আসনের মধ্যে বরাক উপত্যকার দুটি-সহ অসমের মোট ১০টি আসনে জয় সুনিশ্চিত করতে চাইছে বিজেপি। আর এ লক্ষ্যেই দল ইতিমধ্যে তাদের রণকৌশল তৈরি করে ময়দানে নেমে পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে বেশ আগেভাগেই রাজ্যের ১৪টি লোকসভা আসনের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করে দিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *