BRAKING NEWS

বাজেটে অনুল্লেখ থাকলেও সপ্তম বেতন কমিশন দেওয়া হবে, জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ বাজেটে অনুল্লেখ থাকলেও সপ্তম বেতন কমিশন দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ তাঁর কথায়, ভার্মা কমিটির সুপারিশ মোতাবেক যা প্রয়োজন হবে সপ্তম বেতন কমিশন দিতে রাজ্য সরকার সবটাই মেটাবে৷ তবে, বাজেটে এর জন্য নির্দিষ্ট কোন অর্থ উল্লেখ করেননি অর্থমন্ত্রী৷

এদিন, বাজেট ভাষণে অর্থমন্ত্রী বলেন, রাজ্যের সরকারী কর্মচারীরা প্রাক্তন বামফ্রন্ট সরকারের আমলে তাদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছেন৷ বিজেপি আইপিএফটি জোট সরকার যথাসম্ভব তাড়াতাড়ি এই বৈষম্য দূর করতে অঙ্গিকারবদ্ধ৷ রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন বাস্তবায়নে রাজ্য সরকার অবসরপ্রাপ্ত আইএএস পি পি ভার্মার নেতৃত্বে এক বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে৷ এই কমিটি বিভিন্ন কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে৷ অর্থমন্ত্রী জানান, এই বিশেষজ্ঞ কমিটি এখন কর্মচারীদের দাবীদাওয়া নিয়ে বিবেচনা করছে৷ খুব শীঘ্রই তারা রিপোর্ট সরকারের কাছে জমা দেবে৷ রিপোর্ট জমা হওয়ার পর কমিটির সুপারিশ যথাসম্ভব তাড়াতাড়ি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে রাজ্য সরকার৷ অর্থমন্ত্রীর দাবি, প্রত্যাশিত সুপারিশের নিরিখে সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের জন্য সরকার প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রেখেছে৷ এক্ষেত্রে প্রয়োজনীয় অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলীকে ধন্যবাদ জানিয়েছেন৷

তবে, সপ্তম বেতন কমিশন যেমন দেওয়া হবে, তেমনি সরকার কর্মচারীদেরও দায়িত্ব বোঝে নেবে৷ বাজেট ভাষণে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, রাজ্য সরকার কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন বাস্তবায়নে অঙ্গিকারবদ্ধ৷ তেমনি সরকার সচেতন রয়েছে যে কর্মচারীদেরও দায়িত্ব সঠিক ভাবে পালন করার মাধ্যমে জনসাধারণের আশা আকঙ্খা ও চাহিদা মেটানো যায়৷ কর্মচারীদের সময় সম্পর্কে সচেতন, দক্ষ, সৎ, উৎপাদনশীল ও সমস্যা সমাধানে আগ্রহী হতে হবে৷ অর্থমন্ত্রীর কথায় সরকারের জন্য কাজ করাকে কর্মচারীদের মনে করতে হবে এক বিশেষ সুযোগ এবং সম্মানজনক৷ তাই জনগণকে পরিষেবা দেওয়ার জন্য তাদের সবসময় সচেষ্ট থাকতে হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *