পানিসাগরে সিপিআইএম নেতাকে নৃশংসভাবে খুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন৷৷ পানিসাগর মহকুমার সিপিআইএম মহকুমা কমিটির সদস্য ও প্রাক্তন জিলা পরিষদ সদস্য তাপস সূত্রধর (৫২)-কে নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ৷ রাতের আঁধারে তাঁর শিরশ্ছেদ করা হয়েছে৷ সিপিআইএম নেতৃত্ব সূত্রে জানা গেছে, সোমবার রাতে একটি বাড়ি থেকে ফিরছিলেন নিহত তাপস সূত্রধর৷ বাড়ি ফেরার সময় পরিকল্পিতভাবে কতিপয় দুসৃকতী পানিসাগরে পার্টির মহকুমা কমিটির সদস্য ও প্রাক্তন জিলা পরিষদ সদস্য তাপস সূত্রধরকে নৃশংসভাবে খুন করেছে৷ পুলিশ জানিয়েছে, গলা কেঁটে তাঁকে খুন করা হয়েছে৷ সকালে রাস্তায় তাঁর মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয় জনগণ পুলিশকে খবর দেন৷ পুলিশ এসে দেখে, জনতা মরদেহ ঘিরে রেখেছেন৷ পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ পার্টির স্থানীয় নেতৃত্ব সেখানে উপস্থিত রয়েছেন৷ স্থানীয় নেতাদের অভিযোগ, এটি বিজেপি’র পরিকল্পিত হত্যাকাণ্ড৷ পার্টির রাজ্য কমিটির তরফে দেওয়া বিবৃতিতে ঘটনাটিকে গেরুয়া বাহিনীর চক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে৷ তবে অন্য এক সূত্রের খবর, নিহত বাম নেতার সঙ্গে তাঁর পার্টির কতিপয় নেতার বিরোধ চলছি গত বেশ ককে মাস ধরে৷ তাই বিজেপি’র সঙ্গে এর কোনও যোগ নেই৷ তাই এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত চেয়েছে বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *