BRAKING NEWS

তৃতীয় টেস্টে নিষিদ্ধ শ্রীলঙ্কা অধিনায়ক চান্দিমাল, শাস্তির খাঁড়া ঝুলছে কোচ ও ম্যানেজারের উপর

সেন্ট লুসিয়া, ২০ জুন (হি.স.) : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগে তৃতীয় টেস্টে নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কা অধিনায়ক দীনেশ চান্দিমাল।শাস্তির খাঁড়া ঝুলছে দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের উপরও। তবে এই ঘটনায় শুধু অধিনায়ক ও কোচই নন, শাস্তি পেতে পারেন ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহাও। শ্রীলঙ্কার পরবর্তী দুই থেকে চারটি টেস্টে নিষিদ্ধ করা হতে পারে তাদের। এমনকি বাড়তে পারে অধিনায়ক চান্দিমালের শাস্তিও। এমনটাই অান্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা অাইসিসি সূত্রে জানা গিয়েছে।
দিনেশ চান্দিমালের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ পেয়েছেন আম্পায়াররা। টেস্টের দ্বিতীয় দিনের শেষ সেশনে লঙ্কানদের বল ব্যবহারের পদ্ধতিতে প্রথম সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। তিন আম্পায়ার ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখেন। এরপরই বল বিকৃতির অভিযোগ আনেন আম্পায়াররা। দ্বিতীয় টেস্টে আম্পায়ারদের দেওয়া শাস্তির বিরোধিতা করে দুই ঘণ্টার বেশি সময় মাঠে নামেনি শ্রীলঙ্কা। এ ঘটনাকে ‘অখেলোয়াড়ি আচরণ’ বলেছে আইসিসি। এ ঘটনায় শুধু অধিনায়কই নন, শাস্তি পেতে পারেন দলের কোচ হাথুরুসিংহে এবং ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহাও। বল বিকৃত হয়েছে দেখে আম্পায়াররা তৃতীয় দিনের শুরুতেই তা বদলে ফেলার সিদ্ধান্ত নেন। কিন্তু আম্পায়ারদের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেন শ্রীলঙ্কানরা। মাঠে নামতেও অস্বীকৃতি জানায় হাথুরুসিংহের শ্রীলঙ্কা। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের কথায় শেষ পর্যন্ত মাঠে নামে শ্রীলঙ্কা। তখনই সফরকারীদের ৫ রান জরিমানা করা হয়। আর এর প্রতিবাদে আবারও মাঠ ছাড়ে তারা।কিছুক্ষণ পর আবার মাঠে ফেরে এবং ম্যাচ এগিয়ে নেয়। ড্র-য়ে শেষ হলেও ম্যাচ শেষে শাস্তি ঘোষণা করে আইসিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *