জম্মু ও কাশ্মীরে জারি রাজ্যপালের শাসন

নয়াদিল্লি ও শ্রীনগর, ২০ জুন (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের শাসনে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| রাষ্ট্রপতির সম্মতি মেলার পর, বুধবার থেকেই ভূস্বর্গের শাসক হলেন রাজ্যপাল এন এন ভোরা | এদিন রাজ্যপাল শাসন জারির পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, কাশ্মীর থেকে সন্ত্রাস মুক্ত করাই সরকারের প্রধান লক্ষ্য। এদিন সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান যে চলবে ।
জোটে থেকে শান্তি ও উন্নয়ন হচ্ছে না, বরং বাড়ছে সন্ত্রাস, হিংসা ও চরমপন্থা| এই যুক্তিতে ম্ন্গল্বারী জম্মু ও কাশ্মীরে মেহবুবা মুফতির হাত ছেড়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র সঙ্গে সম্পর্ক ছেদ করে জম্মু ও কাশ্মীর সরকার থেকে বিজেপি সমর্থন তুলে নেওয়ার, পরদিনই জম্মু ও কাশ্মীরে জারি হল রাজ্যপালের শাসন| বুধবার জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের শাসনে সম্মতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ| রাষ্ট্রপতির সম্মতি মেলার পর, আজ থেকেই ভূস্বর্গের শাসক হলেন রাজ্যপাল এন এন ভোরা | তবে, রাষ্ট্রপতির শাসনকে অনুসরণ করেই চলবে রাজ্যপালের শাসন| তাছাড়া রাজ্যপালের শাসনের বদলে রাষ্ট্রপতির শাসন আনতে গেলে সংসদের সম্মতি লাগবে |
জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন জারির পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, কাশ্মীর থেকে সন্ত্রাস মুক্ত করাই সরকারের প্রধান লক্ষ্য। বুধবার এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে কোনও মূল্যে সন্ত্রাসবাদকে সহ্য করা হবে না। কাশ্মীরে শান্তি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’ বুধবার লখনউয়ে বেসরকারী হাসপাতালের হার্ট ইউনিট উদ্বোধন করতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘রমজান মাসে সেনারা গুলি চালাবে না বলে যে কথা দিয়েছিলাম তা আমরা রেখেছি। এখন যখন রমজান শেষ হয়ে গিয়েছে আমাদের লক্ষ্য কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠা করা এবং সন্ত্রাসবাদকে পুরোপুরি নির্মূল করা। কাশ্মীরে যে কোনও প্রকারের সন্ত্রাসবাদী কার্যকলাপ কেন্দ্র বরদাস্ত করবে না।’
জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক পটপরিবর্তন হলেও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান যে চলবে তা এদিন স্পষ্ট করে দেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। বুধবার সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রমজান মাস উপলক্ষ্যে নামাজের জন্য যাওয়া মানুষদের যাতে কোনও অসুবিধা না হয়। তার জন্য অভিযান বন্ধ ছিল। এর পরেও আমরা লক্ষ্য করে করেছি জঙ্গিরা তাদের কার্যকলাপ চালিয়ে গিয়েছে। আর তাই অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত তুলে নেওয়া হয়েছে। আমাদের অভিযানের উপর রাজ্যপাল শাসনের কোনও প্রভাব পড়বে না। আমরা কোনও রাজনৈতিক হস্তক্ষেপের মুখোমুখি হয়নি। জঙ্গি দমনে অভিযান যেমন চলছিল তেমনি চলবে।
প্রসঙ্গত, ভূস্বর্গের মানুষজনের হিতের কথা সামনে রেখে জোট গড়েছিল পিডিপি-বিজেপি | বছর তিনেক আগে পিডিপি-র সঙ্গে যৌথভাবে সরকার গঠন করেছিল ভারতীয় জনতা পার্টি| কিন্তু, জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে মঙ্গলবার পিডিপি-র জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় বিজেপি| সরকারের পতন হতেই জম্মু ও কাশ্মীরে জারি হল রাজ্যপালের শাসন|
এই নিয়ে গত চার বছরে চতুর্থবার এই দায়িত্ব পালন করবেন রাজ্যপাল এন এন ভোরা| এর আগে ২০০৮, ২০১৫ ও ২০১৬ সালে রাজ্যপালের শাসন সামলেছেন তিনি| দ্বিতীয়বার রাজ্যপালের মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি| তবে, পরিবর্তিত পরিস্থিতিতে আপাতত আগামী ২৬ আগস্ট অমরনাথ যাত্রার সমাপ্তি পর্যন্ত তিনি রাজভবনেই থাকছেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *