BRAKING NEWS

নাইটক্লাবে পার্টি চলাকালীন আগুন, পদপিষ্ট হয়ে মৃত ১৭

কারাকাস, ১৭ জুন (হি.স.) : নাইটক্লাবে পার্টি চলাকালীন আগুন লেগে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ তাদের মধ্যে আটজন নাবালক৷ মর্মান্তিক ঘটনাটি ভেনেজুয়েলার রাজধানী কারকাসের৷ জানা গিয়েছে নাইটক্লাবে পার্টি চলাকালীন আগুন লেগে যায়৷ হুড়োহুড়ি করে বেরতে গিয়ে অনেকে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়৷ মৃতদের সকলেরই বয়স ২৩ বছরের নিচে৷

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেস্টর রেভেরল সাংবাদিকদের জানান, শনিবার ভোররাতে ঘটে ঘটনাটি৷ কারাকাসের একটি নাইট ক্লাবে গ্র্যাজুয়েশন পার্টি চলছিল৷ তখন সেখানে টিয়ার গ্যাস ভরা গ্রেনেড ছুঁড়ে মারা হয়৷ বিষাক্ত টিয়ার গ্যাসে দমবন্ধ হয়ে ১১ জনের মৃত্যু হয়৷ পরে সেখানে আগুন ধরে যায়৷ প্রাণভয়ে বাঁচতে গিয়ে পদপিষ্ট হয়ে অনেকের মৃত্যু হয়৷ আহত শতাধিক৷ তাদের বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ নাইটক্লাবে সেই সময় ৫০০ জন পার্টি করছিলেন৷ এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করা হয়েছে৷ ঘটনার পরই নাইটক্লাবটি বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন৷ ক্লাব মালিককে গ্রেফতার করা হয়েছে৷ মর্মান্তিক ঘটনার পর একাধিক গাফিলতি সামনে এসেছে৷ প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, ওই ক্লাবে কোনও আপদকালীন বেরনোর পথ নেই৷ স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *