BRAKING NEWS

গ্লাসগো স্কুল অফ আর্টে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১২০টি ইঞ্জিন

গ্লাসগো, ১৬ জুন (হি.স.) : ফের ভয়াবহ আগুন লাগল গ্লাসগো স্কুল অফ আর্টে। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিট নাগাদ স্কটল্যান্ডের গ্লাসগো স্কুল অফ আর্টের মেকিংটোস ভবনে আগুন লাগে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে দেখতে তা ছড়িয়ে যায় ক্যাম্পাসের মধ্যে থাকা নাইটক্লাবে ও একটি প্রেক্ষাগৃহে। আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ১২০টি ইঞ্জিন। গোটা এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। খালি করে দেওয়া হয় পাশ্ববর্তী ভবনগুলি। ঘন কালো ধোঁয়ায় গোটা এলাকাটি ছেয়ে যায়। মেকিংটোস ভবনের মধ্যে থাকা বহু মূল্যের তৈলচিত্র একেবারে ভস্মীভূত হয়ে গিয়েছে। গ্লাসগো এই আর্ট স্কুলটি বিখ্যাত। স্কটল্যান্ড পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে ওই এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।
প্রসঙ্গত, চার বছর আগে অর্থাৎ ২০১৪ সালে যখন আগুন লাগে তখন ওই আর্ট স্কুলটির সংস্কারের জন্য ২০ মিলিয়ন থেকে ৩৫ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে। এর জন্য আর্থিক সাহায্য করেন হলিউড অভিনেতা ব্রেড পিট ও পিটার কেপালডি। কি কারণে আগুন লাগল তা এখনও বোঝা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের তদন্ত চলছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। আগুন নিয়ন্ত্রণে এসে গিয়েছে। কুলিং প্রক্রিয়া চলছে। কোথাও কোনও পকেট ফায়ার ও বিক্ষিপ্ত আগুন রয়েছে কিনা তা দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *