রামগড় সেক্টরে পাকিস্তানি হামলা, শহিদ অফিসার সহ চারজন বিএসএফ জওয়ান

শ্রীনগর, ১৩ জুন (হি.স.): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর সংঘর্ষবিরতি লঙ্ঘন অব্যাহত| জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার, রামগড় সেক্টরে পাকিস্তানি হামলায় প্রাণ হারালেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন অফিসার সহ চারজন জওয়ান| এছাড়াও গুরুতর আহত হয়েছেন তিনজন বিএসএফ জওয়ান| গুরুতর আহত অবস্থায় তিনজন বিএসএফ জওয়ানকে জম্মুর গর্ভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| শহিদ চারজন বিএসএফ জওয়ানের মধ্যে একজন হলেন অ্যাসিস্ট্যান্ড কম্যান্ড্যান্ট, অপরজন সাব-ইন্সপেক্টর এবং বাকি দু’জন বিএসএফ সৈনিক|

বুধবার বিএসএফ-এর জম্মু ফ্রন্টিয়ারের আইজি রাম অবতার জানিয়েছেন, ‘মঙ্গলবার রাতে সাম্বা জেলার রামগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্সরা| প্রতু্যত্তরে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| আমরা একজন অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট সহ চারজন জওয়ানকে হারিয়েছি| আরও তিনজন বিএসএফ জওয়ান আহত হয়েছেন|’

সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক কর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাত প্রায় ১০.৩০ মিনিট নাগাদ আন্তর্জাতিক সীমান্ত বরাবর রামগড় সেক্টরের চাম্বলিয়াল পোস্টকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো শুরু পাকিস্তানি রেঞ্জার্সরা| পাল্টা প্রত্যাঘাত করে সীমান্ত রক্ষী বাহিনী-ও| বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ চলে গুলির লড়াই| তবে, দুঃসংবাদ হল-পবিত্র রমজান মাসেই পাক হামলায় প্রাণ হারালেন অফিসার সহ চারজন বিএসএফ জওয়ান| পাক হামলায় চারজন বিএসএফ জওয়ানের অকাল প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) এস পি বৈদ| শোকবার্তায় ডিজিপি জানিয়েছেন, ‘জম্মুর রামগড় সেক্টরে, আন্তর্জাতিক সীমান্ত বরাবর শহিদ হয়েছেন অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট সহ চারজন বিএসএফ জওয়ান| প্রিয়জনকে যাঁরা হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা|’ উল্লেখ্য, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার ব্যাপক আকারে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *