BRAKING NEWS

বিজেপি বিরোধী মহাজোটে জনগণের ভাবাবেগ রয়েছে, দাবি রাহুল গান্ধীর

মুম্বই, ১৩ জুন (হি.স.): বিজেপি বিরোধী মহাজোটের স্বপক্ষে ফের সওয়াল করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বুধবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বিজেপি বিরোধী মহাজোটকে জনগণের ভাবাবেগ হিসেবে চিহ্নিত করেছেন। এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, আরএসএস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য গোটা দেশ ঐক্যবদ্ধ। মহাজোট শুধুমাত্র রাজনীতির নয় জনগণের ভাবাবেগ জড়িয়ে রয়েছে এতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সংবিধান এবং প্রতিষ্ঠানগুলির উপর আক্রমণ করছেন তা অন্যায়।

জ্বালানি তেল সহ নিত্যপ্রয়োজনী জিনিসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে রাহুল গান্ধী বলেন, কেন্দ্রীয় সরকার শুধুমাত্র ধনীদের উপকারের জন্য কাজ করে চলেছে আর বোঝা চাপাচ্ছে সাধারণ মানুষের উপর। জিএসটি আয়োতায় জ্বালানি তেলকে আনার দাবি করছে বিরোধীরা। কিন্তু প্রধানমন্ত্রী তাতে রাজি নয়। গোটা দেশ আজ দুঃখী, ছোট ব্যবসায়ীরাও দুঃখী। আমরা তাদের হয়ে লড়ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *