BRAKING NEWS

আফগানিস্তানের পৃথক প্রদেশে তালিবান হামলা, ১৫ জন নিরাপত্তা রক্ষী সহ মৃত ২৬

কাবুল, ১১ জুন (হি.স.): পবিত্র রমজান মাসেও তালিবান হামলায় রক্তাক্ত হল আফগানিস্তান| আফগানিস্তানের পৃথক প্রদেশে তালিবান হামলায় প্রাণ হারালেন ১৫ জন নিরাপত্তা রক্ষী সহ অন্তত ২৬ জন| আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে তালিবান হামলায় অকালেই প্রাণ হারালেন ১৫ জন আফগান নিরাপত্তা রক্ষী| প্রশাসন সূত্রের খবর, উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে, নিরাপত্তারক্ষী বাহিনীর যৌথ চেকপয়েন্টে হামলা চালায় তালিবান জঙ্গিরা| সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ১৫ জন নিরাপত্তা রক্ষী| অপর একটি ঘটনায় পূর্বাঞ্চলীয় গজনি প্রদেশে বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ছ’জন সাধারণ নাগরিক| মৃতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছেন| সোমবার গজনি প্রদেশে রাস্তার ধারে বোমা বিস্ফোরণ হয়, সেই সময় একটি বাস ওই স্থান থেকে যাচ্ছিল| বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বাসের আরোহী ছ’জন সাধারণ নাগরিক| বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন তিনজন| গজনি প্রদেশের প্রাদেশিক গর্ভনরের মুখপাত্র আরিফ নূরি জানিয়েছেন, বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ছ’জন সাধারণ নাগরিক| এছাড়াও আহত হয়েছেন তিনজন| নিহতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে|
পবিত্র রমজান মাসে সন্ত্রাসী হামলায় রক্ত ঝরল আফগানিস্তানের রাজধানী কাবুলেও| সোমবার কাবুল শহরের দারুলামান এলাকায় অবস্থিত গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রকের কাছে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছে পাঁচজনের, এছাড়াও জখম হয়েছেন অন্তত ২০ জন| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি| তবে, প্রশাসনের অনুমান, এই হামলার নেপথ্যে তালিবান জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *