BRAKING NEWS

ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ইংল্যান্ডের একাংশ

লন্ডন, ১০ জুন (হি.স.) : শনিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ইংল্যান্ডের একাংশ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৯ বলে জানিয়েছে ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে৷ জানা গিয়েছে, লিংকনশায়ার ও ইয়র্কশায়ারে কম্পন অনুভূত হয়৷ শনিবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ কেঁপে ওঠে উত্তর ইংল্যান্ড৷ ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল গ্রিমসবাই থেকে ১১ মাইল গভীরে৷
কম মাত্রার কম্পন হলেও তার প্রভাব টের পেয়েছেন বাসিন্দারা৷ অনেকেই টুইটারে তাদের অভিজ্ঞতার কথা জানান৷ কম্পনের জেরে বাড়ি কেঁপে ওঠে৷ ঘরের আসবাবপত্র গুলিও নড়তে থাকে৷ কম্পন মাত্র কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী ছিল৷ কিন্তু তাতেই সবাইকে কাঁপিয়ে দিয়েছে৷ খবরে প্রকাশ, গ্রিমসবির বাসিন্দারা জানিয়েছেন, কম্পন মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ডের জন্য স্থায়ী ছিল৷ এখনও অবধি বড় ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *