BRAKING NEWS

কুন্দুজে পুলিশ শিবিরে তালিবানী হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

কাবুল, ১০ জুন (হি.স.) : পুলিশ শিবিরে তালিবানী হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১। শনিবার আফগানিস্তানের কুন্দুজ রাজ্যের উত্তর দিকে। পুলিশঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পরে বিবৃতি দিয়ে হামলার দায় স্বীকার করে তালিবান নেতৃত্ব। খুশির ঈদের কারণে আগামী সপ্তাহে বন্ধ থাকবে যুদ্ধবিরতি। এমনই ঘোষণা করেছিল জঙ্গি সংগঠন তালিবান। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই বিশাল হামলা ঘটাল তালিবান জঙ্গিরা।
শনিবারেই রমজান মাসের তৃতীয় সপ্তাহ চলছে। আগামী সপ্তাহেই রয়েছে ঈদ। কিন্তু তাঁর আগেই কুন্দুজ রাজ্যের কাল-ই-জাল জেলায় হামলা চালায় তালিবানরা। এর আগে শুক্রবারে দেশের পশ্চিম প্রান্তের হেরাত রাজ্যের এক সেনা শিবিরে হামলা চালায় তালিবানেরা। সেই ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১৭ জন আফগান সেনা। এরপরেই আবার কুন্দুজের পুলিশের উপরে হামলা চালাল তারা। কুন্দুজের ঘটনায় মৃত সকলেই পুলিশের আধিকারিক।
কুন্দুজের রাজ্যপালের দফতরের মুখপাত্র নেহ্মাতুল্লা তৈমুরি জানিয়েছেন, তালিবান হামলায় প্রাথমিকভাবে ১৯ জন পুলিশ আধিকারিক প্রাণ হারিয়েছেন। জখম হয়েছেন আরও পাঁচ পুলিশকর্মী। পরে আরও ২২ অফিসারের মৃত্যুর খবর জানা যায়। অন্যদিকে পুলিশের মুখপাত্র এনহামুদ্দিন রহমানি জানিয়েছেন পুলিশের পাল্টা জবাবে আট তালিবান জঙ্গির প্রাণ গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *