BRAKING NEWS

দুই সাংবাদিক হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত, স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে ৷৷ রাজ্যের দুই সাংবাদিক হত্যার তদন্তভার সিবিআই গ্রহণ করেছে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছে সাংবাদিকদের যৌথ মঞ্চ৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যৌথ মঞ্চের প্রতিনিধিদের এবিষয়ে আশ্বস্ত করেছেন৷

মঞ্চের দাবি, দুই সাংবাদিক হত্যার সিবিআই তদন্ত নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ মঞ্চের আহ্বায়ক সুবল দে জানিয়েছেন, সিটের তদন্তের উপর আমাদের কখনই আস্থা৷ দুই সাংবাদিক খুনে সিবিআই তদন্ত না হওয়া এই দাবিতে অনঢ় থাকবে মঞ্চ৷ কিন্তু, অযথা এবিষয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে৷ তাঁর কথায়, সিটের তদন্ত প্রশংসনীয় কিনা তা বলার এক্তিয়ার রয়েছে কেবলমাত্র আদালতের৷

সাংবাদিক হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের যৌথমঞ্চের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বুধবার এক বৈঠকে মিলিত হন৷ মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে প্রায় সাড়ে তিন ঘন্টার বৈঠকে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন৷ তাঁদের অনেককে ডেকেও পাঠান৷ আবার সেখানে থেকে তিনি সিবিআই আধিকারিকদের সঙ্গে তদন্ত সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে চান৷ মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে সিবিআই তদন্ত শুরু করার বিষয়ে অনীহা প্রকাশ করেছিল৷ কিন্তু পরবর্তী সময়ে রাজ্য সরকার পুনরায় সিবিআইকে এই তদন্তভার নেওয়ার জন্য লিখিতভাবে বার্র্ত পাঠায়৷ ফাইল এখনও সিবিআই-এর কাছেই রয়েছে৷ ফলে তদন্তভার নেওয়া ভিন্ন সিবিআই-এর কাছে অন্য কোনও বিকল্প নেই৷

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারও মনে করে এই দুটি ঘটনার সিবিআই তদন্তই হওয়া উচিত৷ কারণ সিবিআই তদন্ত ভিন্ন প্রকৃত রহস্য উদঘাটন করা কঠিন বলে সাংবাদিকদের যুক্তির সঙ্গে এক মত রাজ্য সরকার৷ তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা নির্বাচনী প্রচারে এসে বিজেপি সরকার গঠনের পর এই দুই হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআই এর কাছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন৷ একইভাবে নির্বাচনী প্রতিশ্রুতিতে বিষয়টির উল্লেখ ছিল৷ এখন রাজ্য সরকার কোনওভাবেই এ থেকে পিছপা হয়ে আসতে পারে না৷ দীর্ঘক্ষণের এই বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের চলতি বিভিন্ন সমস্যা নিরসনের পথ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে দীর্ঘ আলোচনা করেন৷ সরকারের প্রস্তাবিত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপেরও তিনি বিস্তারিত বিবরণ দেন৷

পরে মুখ্যমন্ত্রীর আবাস থেকে বেরিয়ে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রতিনিধি দলের নেতা বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে জানান, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর এবং সাংবাদিক প্রতিনিধিদের সামনে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সকল আধিকারিকদের ডেকে এনে যে কথা বলেছেন, তাতে সরকারের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে৷ এমন কি তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও কথা বলেছেন৷ এখন উপযুক্ত তদন্ত অবশ্যই হবে এবং প্রকৃত সত্য উদঘাটিত হবে বলেও আশা করা যায়৷ একইসঙ্গে তিনি আরও বলেন, যে পথের ধারে সাংবাদিকদের হত্যার প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছিল, সেই পথটির নাম শহিদ সাংবাদিকদের নামে উৎসর্গ করার দাবি জানানো হয়েছে৷ অন্যদিকে, সাংবাদিকদের ঐক্যমঞ্চ সম্মিলিতভাবে আন্দোলনস্থান শহিদ স্কোয়ারে দুই নিহত সাংবাদিকদের মূর্তি স্থাপনের সিদ্ধান্তও নিয়েছে বলে তিনি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *