BRAKING NEWS

জি বি বাজারে নেশা বিরোধী অভিযান, প্রচুর পরিমানে বিলেতি মদ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ গত কয়েক মাস ধরে জনরোষ এবং তার পরিণাম দেখছেন ত্রিপুরা ও বহিঃরাজ্যের জনগণ৷ ভারিমাত্রায় ভোট দিয়ে সরকার বদল, আর এখন নেশাবিরোধী অভিযানে পুলিশের আগে সাধারণ জনগণ৷ জনজাগরণের প্রভাবে জিবি বাজারে বেআইনিভাবে মজুত বিলেতি মদ ভাসছে নর্দমায়৷ যার কারণ অবশ্য জিবি বাজার ব্যবসায়ী সমিতি৷ এর আগে বাজারে নেশাবিরোধী অভিযান চালিয়ে ব্যর্থ হয় পুলিশ৷ শুধু মুএেখই নেশাবিরোধী অভিযানের ঝুলি আওড়ে নয়, নিজেদের উদ্যোগে জিবি বাজারকে নেশামুক্ত বাজার গড়ে তোলার চেষ্টায় এক বিরাট সাফল্য পায় ব্যবসায়ী সমিতি৷

বেআইনী মাদকদ্রব্য বিক্রেতাদের ওপর গোপন নজরদারির ফলে মঙ্গলবার রাতে বাজার সংলগ্ণ একটি জঙ্গল থেকে প্রচুর বিলেতি মদ উদ্ধার করেন বাজারের ব্যবসায়ীরা৷ তারপর বুধবার সকাল থেকে দেখা গেল আরও বেআইনি মদ বাজারের সামনে নর্দমার জলে ভাসছে৷ বাজারের সকল ক্রেতা ও বিক্রেতা এসব দেখে হতবাক৷ এর জন্য অবশ্য সকলেই জি বি বাজার ব্যবসায়ী সমিতিকে সাধুবাদ জানাচ্ছেন৷

ব্যবসায়ীবৃন্দের উদ্যোগ দেখে সাধারণ মানুষের আনন্দ ছিল লক্ষ্যণীয়৷ বিগত কয়েক দশক ধরে এই বাজারে যেভাবে নেশা কারবারিদের অবাধ বিচরণ ছিল তাতে বর্তমানে অনেকটাই লাগাম পড়েছে বলে সাধারণ মানুষের অভিমত৷ বাজার কমিটি সম্প্রতি জিবি বাজারে সকল অসাধু ব্যবসায়ীদের বেআইনি নেশা সামগ্রী মজুত ও বিক্রি করার বিরুদ্ধে রীতিমতো হুলিয়া জারি করে হুঁশিয়ার করেছিল৷ বাজার সমিতির সম্পাদক শ্যামল পাল বলেন, পুলিশ ও সাধারণ প্রশাসনের চোখ এড়িয়ে যেভাবে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী জিবি বাজারের পরিবেশ নষ্ট করে তুলেছেন সেই সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে নিয়ে আনা সমিতির লক্ষ্য৷

পালা বদলের পর আগরতলা শহর সহ গোটা রাজ্যেই নেশাবিরোধী অভিযানে গতি বেড়েছে৷ বিশেষ করে বিভিন্ন বাজারগুলিতে পুলিশ প্রশাসনের হানাদারিতে প্রতিনিয়ত বেআইনী নেশা সামগ্রী ধরা পড়ছে৷ কিন্তু, সচেতন মহলের দাবি, এই অভিযানের সাফল্য তখনি আসবে যখন সচেতনতা বাড়বে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *