ইতালিতে লাইনচ্যুত রিজিওনাল ট্রেনের তিনটি বগি, চালক সহ মৃত ২

রোম, ২৪ মে (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ট্রেন| এবার ঘটনাস্থল ইতালির উত্তরাঞ্চলীয় শহর তুরিন| স্থানীয় সময় অনুযায়ী বুধবার গভীর রাতে ইতালির তুরিন শহরে বেলাইন হয়ে যায় রিজিওনাল ট্রেনের তিনটি কামরা| রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক সহ দু’জন যাত্রী| এছাড়াও কমবেশি আহত হয়েছেন অন্তত ১৮ জন যাত্রী| ইতালির রেল কর্তৃপক্ষ বিবৃতি মারফত জানিয়েছে, বুধবার গভীর রাতে তুরিন শহরের উপকণ্ঠে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ছিল একটি বৃহদাকার পণ্যবোঝাই ট্রাক| স্থানীয় সময় অনুযায়ী রাত তখন ১১.২০ মিনিট হবে, বৃহদাকার ওই পণ্যবোঝাই ট্রাকে ধাক্কা মারে ১০০২৭ তুরিন-ইভরিয়া রিজিওনাল ট্রেন| মুহূর্তের মধ্যে বেলাইন হয়ে যায় রিজিওনাল ট্রেনের তিনটি বগি|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, ট্রাক-ট্রেনের সংঘর্ষ ও তিনটি বগি বেলাইন হয়ে যাওয়ায় প্রাণ হারিয়েছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক সহ দু’জন যাত্রী| এছাড়াও বেশ কয়েকজন যাত্রী কমবেশি আহত হয়েছেন| আহত যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| তাঁদের মধ্যে একজন মহিলার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| ট্রেনের ভিতরে কেউ আটকে নেই, সে বিষয়ে নিশ্চিত হতে রাতভর তল্লাশি চালানো হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *