BRAKING NEWS

আরও বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

নয়াদিল্লি, ২৪ মে (হি.স.) : কর্ণাটকে ভোট শেষ হওয়ার পর থেকেই লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম।
বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম ছাড়াল ৮০ টাকা ১২ পয়সা। ডিজেল আগেই ছাড়িয়েছে ৭০ টাকা । এদিন কলকাতায় প্রতি লিটার ডিজেল বিকোচ্ছে ৭১.০৮ টাকায়। যা এযাতকালের সর্বোচ্চ। কলকাতা ছাড়া রাজধানী সহ ভারতের প্রতিটি শহরে একইরকম মহার্ঘ জ্বালানি তেল ।
দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৭৭.১৭ টাকায়। মুম্বইয়ে পেট্রোলের দর ৮৫ পয়সার থেকে এক পয়সা কম । পেট্রোল-ডিজেলের দফায় দফায় মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম৷ কিন্তু সরকারের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে শুল্ক কমিয়ে দাম কমানোর রাস্তায় এখনই হাঁটছে না কেন্দ্র। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে নানা জায়গায় বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে। ভোপাল ও গুয়াহাটিতে বুধবার রাস্তা আটকে চলে বিক্ষোভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *