BRAKING NEWS

তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির উর্ধ্বে, করাচিতে দহণজ্বালা অব্যাহত

করাচি, ২৩ মে (হি.স.): তীব্র দহণজ্বালায় কাতরাচ্ছেন পাকিস্তানের বৃহত্তম শহর করাচির মানুষজন| ইতিমধ্যেই প্রবল তাপপ্রবাহে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে| অথচ, এখনও গরম কমার কোনও সম্ভাবনাই নেই| বরং আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু’-একদিনের মধ্যে তাপমাত্রার পারদ পৌঁছে যেতে পারে ৪৩-৪৪ ডিগ্রিতে| অবশ্য ইতিমধ্যেই তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়েছে| পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের ঘাটতিও| সবমিলিয়ে রমজান মাসের শুরুতে অত্যধিক গরমে কাতরাচ্ছেন করাচির মানুষজন| প্রশাসনের আশঙ্কা, আগামী কয়েকদিনে মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে|

বুবার পাকিস্তানের আবহাওয়া দফতর (পিএমডি)-এর পূর্বাভাস, আগামী শুক্রবার পর্যন্ত করাচিতে বইতে পারে প্রবল তাপপ্রবাহ| বইতে পারে গরম হাওয়া|তীব্র দাবদাহের আশঙ্কায় তাই করাচি জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে| প্রসঙ্গত, ২০১৫ সালে এমনই তাপপ্রবাহে কমপক্ষে ১২০০ মানুষের মৃত্যু হয়েছিল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *