BRAKING NEWS

বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হলেন আশা ভোঁসলে

কলকাতা, ২১ মে (হি.স.) : রাজ্য সরকারের উদ্যোগে সোমবার সন্ধ্যায় নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার প্রদান অনুষ্ঠান । রাজ্য সরকারের তরফে সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ দেওয়া হল সংগীতশিল্পী আশা ভোঁসলেকে । এদিন নজরুল মঞ্চে তাঁকে ওই সম্মানে ভূষিত করা হয়। তাঁকে এই সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আশা ভোঁসলে ছাড়াও ২০১৮ সালের বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গিরিজা দেবী, সমরেশ মজুমদার, শ্যামলকুমার সেন, সুরিত্‍‍কুমার ভৌমিক, সুব্রত ভট্টাচার্য ও মহম্মদ হাবিবকে। বঙ্গভূষণ পান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অরুন্ধতি হোমচৌধুরী এবং পার্থ ঘোষ ।

২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার কৃতীদের সম্মান জ্ঞাপন করতে বঙ্গরত্ন, বঙ্গভূষণ এবং বঙ্গবিভূষণের মতো পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আসছে । সাধারণত, মে মাসের শেষের দিকেই এই অনুষ্ঠান হয়ে থাকে । এর আগের বছর গুলোতে মহাশ্বেতা দেবী, অমলা শঙ্কর, সন্ধ্যা মুখোপাধ্যায়,মান্না দে, সুপ্রিয়া দেবী, সুচিত্রা সেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, গৌতম ঘোষ, জয় গোস্বামী প্রমুখদের এই সম্মানে সম্মানিত করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *