BRAKING NEWS

কথার নাম লতা

সুবোধ ঘোষ
তারা ছিল, আছে এবং থাকবে৷ তাদেরকে নির্মূল করা সম্ভব নয়৷ শুধু সুযোগ বুঝে তারা ভেক পাল্টায়৷ তারপর শুরু হয় তাদের সেই স্বভাব সুলভ কাজ৷ এমন কাজে তাদের যথেষ্ট মুন্সীয়ানা রয়েছে৷ তাই সরকার পাল্টালেও তারা পাল্টায় না৷ বিনা পূঁজিতে তাদের এমন রুজি৷ শুধু প্রয়োজন বাহুবলের৷ তাদেরকে সাময়িকভাবে দমানো সম্ভব হলে চিরতরে দমানো সম্ভব নয়৷ পার্থিব জগতে যেমন উই পোকা থাকে তেমনই মানব সমাজেও থাকে এক ধরনের মনুষ্য কীট৷ তারা উইপোকার মত সমাজটাকে ধবংস করে৷ আর সেই তারাই হল চাঁদাবাজের দল৷
রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এ চাঁদাবাজদের বাড়বাড়ন্ত৷ রাজ্যের নতুন সরকার দাবি করেছিল স্বচ্ছ প্রশাসন উপহার দেবে৷ থাকবে না কোনও জুলুমবাজি৷ অস্বীকার করা যাবে না যে সরকার সেই দিকে অন্তত সচেতন৷ সরকারের এমন পদক্ষেপ লক্ষ্য করা গেল সম্প্রতি নাগেরজলা বাসস্ট্যান্ডে৷ গেরুয়া আলখাল্লা পরে এক শ্রেণীর মোটর শ্রমিক নেতা রসিদ ছাড়া নাগেরজলায় চাঁদা তোলার কাজে ব্যস্ত ছিল৷ এতে যান চালকরা ক্ষুব্ধ হয়ে উঠে৷ তাদের দাবি হল চাঁদা নিয়ে রসিদ দিতে হবে৷ কিন্তু, ভঁুইফোর চাঁদাবাজরা তা দিতে চাইলো না৷ এনিয়ে শুরু হল বাকবিতন্ডা৷ খবর পেয়ে ছুটে এল আরক্ষা প্রশাসন৷ হল শান্তির বৈঠক৷ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো৷ ফলে চাঁদাবাজারা বুঝতে পারলো যে খুশিমত চাঁদা আদায় করা আর সম্ভব নয়৷ চাঁদা আদায়ের ক্ষেত্রেও থাকতে হবে একটা নীতিমালা৷
চাঁদাবাজদের মত ঠিকাদারদেরও অবস্থা৷ আগের মত বাহুবলে ঠিকাদারী কাজ পাওয়া সম্ভব নয়৷ টেন্ডার বাক্স খোলার দিন পর্যন্ত অপেক্ষা না করে হুটহাট দপ্তরে গিয়ে টেন্ডার বাক্স খোলার জোর দেখানো এখন আর সম্ভব হচ্ছে না৷ এখানেও আরক্ষা দপ্তর সচেতন৷ পুলিশের উপস্থিতি আঁচ পেয়ে দুসৃকতিরা পালিয়ে যায়৷ প্রশ্ণ হল এভাবে কতদিন সরকার দমিয়ে রাখতে পারবে? চাঁদাবাজ ও ঠিকাদারদের উৎপাত বৃদ্ধি পেলে তা প্রশাসনের ক্ষেত্রে যেমন অমঙ্গল তেমনই জনমানসেও পড়বে বিরূপ প্রতিক্রিয়া৷ কেননা, রাজ্যবাসী সরকার পরিবর্তন করছে অনেক আশা নিয়ে৷ আম জনতা চায় দুর্নীতিমুক্ত প্রশাসন৷ চায় চাঁদার উৎপাত থেকে বাঁচতে৷ সেই দিকে রাজ্যে সরকারকে তীক্ষ্ন নজর রাখতে হবে৷ তা না হলে এক মন দুধের মাঝে এক ফোঁটা চেনা দিলে যে অবস্থা হয় সেই অবস্থা হবে৷ নতুন সরকার এ বিষয়ে অত্যন্ত সচেতন বলে রাজ্যবাসীর বিশ্বাস৷ এবং এ বিশ্বাসের উপর ভর করে রাজ্যের আম জনতা তাকিয়ে আছে রাজ্য সরকারে দিকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *