ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, কলকাতায় প্রথমবার সত্তর টাকা পেরোল ডিজেল

নয়াদিল্লি, ২০ মে ( হি.স.) : ফের ঊর্ধ্বমুখী তেলের দাম। রবিবার রেকর্ড উচ্চতায় পৌঁছাল পেট্রোল এবং ডিজেলের দাম। ৩৩ পয়সা বেড়ে রবিবার পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটার প্রতি ৭৬.‌২৪ টাকা। ২৬ পয়সা বেড়ে ডিজেল হয়েছে ৬৭.‌৫৭ টাকা।রেকর্ড ভেঙে কলকাতায় প্রথমবার সত্তর টাকা পেরোল ডিজেল।
কর্ণাটকে বিধানসভা নির্বাচনের জন্য ১৯ দিন পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো বন্ধ রেখেছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। ভোটের ফল প্রকাশিত হওয়ার পরেই দাম বাড়ানো শুরু হয়েছে। টানা সাতদিন বাড়ল পেট্রোপণ্যের দাম। গত এক সপ্তাহে পেট্রোলের দাম বাড়ল লিটারপিছু ১.৬১ টাকা এবং ডিজেলের দাম বাড়ল লিটারপিছু ১.৬৪ টাকা। এর সাথে এছাড়া প্রতিটি রাজ্যে পেট্রোল ও ডিজেলের উপর রয়েছে রাজ্যগুলির নির্দিষ্ট ভ্যাট চার্জ। ফলে উল্লিখিত দামের থেকেও বিভিন্ন রাজ্যের দামে ফারাক থাকছে। এদিনের দাম বৃদ্ধির ফলে রেকর্ড ভেঙে কলকাতায় প্রথমবার সত্তর টাকা পেরোল ডিজেল। এখন কলকাতায় ডিজেলের দাম ৭০.১২ টাকা। পেট্রোলের দাম আরও বেড়ে ৭৮.৯১ টাকা। ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়ার শঙ্কা।
তবে সব কটি মেট্রো শহর এবং বেশিরভাগ রাজ্যের রাজধানীগুলির থেকে পেট্রোল, ডিজেলের দাম সব চেয়ে কম দিল্লিতেই। পেট্রোলের সব চেয়ে বেশি দাম মুম্বইয়ে, লিটার পিছু ৮৪.‌০৭ টাকা এবং ডিজেল লিটার পিছু ৭১.‌৯৪ টাকা। ডিজেলের সব চেয়ে বেশি দাম হায়দরাবাদে, লিটার পিছু ৭৩.‌৪৫ টাকা এবং পেট্রোল ৮০.‌৭৬ টাকা।
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি জানিয়েছে, প্রায় তিন সপ্তাহ দাম না বাড়ানোর ফলে অন্তত ৫০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। কারণ, এই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে এবং মার্কিন ডলারের তুলনায় টাকার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে ব্যারেল পিছু তেলের দামের বৃদ্ধির জন্যই দেশে পেট্রোপণ্যের দামে এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে তেল কোম্পানিগুলি। এর আগে ২০১৪–য় পেট্রোলের দাম উঠেছিল লিটার পিছু ৭৬.‌০৬ টাকা। –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *