BRAKING NEWS

জম্মু ও কাশ্মীরে স্বাভাবিক ট্রেন চলাচল, খুশি নিত্যযাত্রীরা

শ্রীনগর, ২০ মে (হি.স.) : ট্রেন চলাচল নিয়ে যে অচলাবস্থা জম্মু ও কাশ্মীরের তৈরি হয়েছিল রবিবার সেই অচলাবস্থা উঠে গেলো। রবিবার ফের স্বাভাবিক ছন্দে চলল ট্রেন। শনিবার বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির ‘লাল চক চলো’ অভিযানের জেরে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেল দফতর। কিন্তু রবিবার পরিস্থিতি শান্ত হতেই উপত্যকায় ফের চলল ট্রেন।
রেল সূত্রে খবর রবিবার শ্রীনগর-বাদগাম থেকে উত্তর কাশ্মীরের বারামুলায় ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। একই ভাবে বাদগাম-শ্রীনগর-অনন্তনাগ- দক্ষিণ কাশ্মীরের কাজীগণ্ড থেকে জম্মুর বানিহাল পর্যন্ত ট্রেন স্বাভাবিক ছন্দেই চলেছে। রাজ্য প্রশাসন এবং পুলিশের সঙ্গে কথা বলেই এদিন উপত্যকায় ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল দফতর। ট্রেন চলার ফলে বহু মানুষ খুবই খুশি। নিত্য যাত্রীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছায়, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সইদ আলি শাহ গিলানি, মিরওয়ার মৌলবী ফারুক এবং মহম্মদ ইয়াসিন মালিক শনিবার ‘লাল চক চলো’ অভিযানের ডাক দেয়। তার জেরে যাত্রীদের নিরাপত্তা কথা মাথায় রেখে শনিবার ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *