বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভের জেরে ফের রেল চলাচল বন্ধ উপত্যকায়, দুর্ভোগ নিত্যযাত্রীদের

শ্রীনগর, ১৯ মে (হি.স.) : বিচ্ছিন্নতাবাদীদের বিক্ষোভের জের, অশান্তির আশঙ্কায় শনিবার উপত্যকায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। প্রধানমন্ত্রীর সফরের বিরোধিতা করে কাশ্মীরের কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন বিক্ষোভ সমাবেশের নাম করে ‘লালচক চলো’-র ডাক দিয়েছে। তার জেরে উপত্যকায় উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর।
রেল সূত্রে খবর রাজ্য পুলিশের পদস্থকর্তাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রেলের তরফে জানানো হয়েছে উত্তর কাশ্মীরের শ্রীনগর-বাদগাম এবং বারামুলায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি বাদগাম-শ্রীনগর-অনন্তনাগ-দক্ষিণ কাশ্মীরের কাজিগণ্ড থেকে জম্মুর বানিহাল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এর জেরে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। বহু যাত্রীই গন্তব্যে পৌঁছতে না পেরে স্টেশন থেকে ফিরে যায়। চলতি মাসে এই নয় বার উপত্যকায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল দফতর। রেলের এক আধিকারিক জানিয়েছেন পূর্ব অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে এসব পরিস্থিতিতে রেল চালালে ট্রেনের উপর ভাঙচুর চালানো হয়। এমনকি রেলের লাইনও ভেঙে দেওয়া হয়। সেইসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবং রাজ্য পুলিশের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রেল কর্তৃপক্ষ।
জয়েন্ট রেসিস্টেন্স লিডারশিপের সৈইদ আলি শাহ গলিয়া, মিরওয়াজ মৌলবি ওম ফারুক, মহম্মদ ইয়াসিন মালিকের মতো একদল বিচ্ছিন্নতাকামী নেতা লাল চক যাওয়ার ডাক দিয়েছে। মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী উপত্যকা সফরের প্রতিবাদেই এই কর্মসূচী গ্রহণ করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *