টি-২০ ক্রিকেটে ছ’হাজার রান পূর্ণ করলেন মহেন্দ্র সিং ধোনি

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : একদশ অাইপিএলে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুকুটে আরও একটি নতুন পালক জুড়ল। টি-২০ ক্রিকেটে ছ’হাজার রান পূর্ণ করলেন তিনি। আর আগে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা ও গৌতম গম্ভীর টি-২০ ক্রিকেটে ছ’হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন।
ক্রিকেটের ছোট ফরম্যাটে ছ’হাজারের গণ্ডি পেরোতে ধোনির আর মাত্র ১০ রান বাকি ছিল। ধোনি পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান যিনি টি-২০ ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করলেন। প্রথম চারে রয়েছেন সুরেশ রায়না (৭৭০৮ রান), বিরাট কোহলি (৭৬২১ রান), রোহিত শর্মা (৭৩০৩ রান), গৌতম গম্ভীর (৬৪০২ রান)। টি২০ ক্রিকেটে সবচেয়ে বেশি রান অবশ্য করেছেন ক্রিস গেইল। ইতিমধ্যেই ১১৪৩৬ রান করে ফেলেছেন তিনি। যার মধ্যে রয়েছে ২১টি শতরান ও ৫০টি অর্ধশতরান। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালাম রয়েছেন ২ নম্বরে। ৩৩৫ ম্যাচে তিনি করেছেন ৯১১৯ রান। গড় ৩০.৭০।
শুক্রবার দিল্লির বিরুদ্ধে আইপিএলের ম্যাচে ১৭ রান করার সঙ্গে সঙ্গে ধোনি এই নতুন রেকর্ডের মালিক হলেন। ২৯০টা টি-২০ ম্যাচ খেলে ধোনির রান এখন ৬০০৭। আইপিএলে প্লে-অফের টিকিট ইতিমধ্যে জোগাড় করে ফেলেছে চেন্নাই। তবে ধোনির এই রেকর্ড প্রাপ্তির দিনে চেন্নাইকে কিন্তু দিল্লির কাছে হারতে হল।
টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান ক্রিস গেইলের। ২১টা সেঞ্চুরি ও ৫০টা হাফ সেঞ্চুরির দৌলতে ক্যারিবিয়ান দৈত্যের রান ১১,৪৩৬। নিউজিল্যান্ডের ব্রেন্ডন মাকালাম তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। ৩৩৫টা ম্যাচ খেলে তাঁর রান ৯১১৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *