কৃষি ক্ষেত্রে শ্রীবৃদ্ধির মহান সুযোগ রয়েছে কাশ্মীরে, লেহ-তে বার্তা প্রধানমন্ত্রীর

লেহ, ১৯ মে (হি.স.): সন্ত্রাসবাদী হামলায় বারবার রক্তাক্ত হয়েছে কাশ্মীর উপত্যকা| উপর্যূপরি জঙ্গি হামলায় ‘লাল’ হয়েছে ভূস্বর্গের মাটি| পাশাপাশি জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানি সেনাবাহিনীর হামলাও অব্যাহত| এমতাবস্থায় শনিবার একদিনের সফরে জম্মু ও কাশ্মীরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শনিবার সকালেই বিশেষ বিমানে চেপে জম্মু ও কাশ্মীরের লেহ বিমানবন্দরে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বিমানবন্দরে অবতরণের পরই প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল এন এন ভোহরা, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি সহ প্রশাসনিক আধিকারিকরা| পাশাপাশি উপস্থিত ছিলেন বহু মানুষজনও|
এদিন লেহ-তে ১৯ তম কুশোক বাকুলা রিংপোশের জন্ম শতবার্ষিকীর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘আগামী দিনে ২৫,০০০ কোটি টাকা মূল্যের উন্নয়ন প্রকল্প পেতে চলেছে জম্ম ও কাশ্মীর| এই প্রকল্প রাজ্যের মানুষের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে|’ এছাড়াও প্রধানমন্ত্রী বলেছেন, ‘জম্মু ও কাশ্মীর জুড়ে কৃষি ক্ষেত্রে শ্রীবৃদ্ধির জন্য মহান সুযোগ রয়েছে|’ একই অনুষ্ঠানে তিনি উদ্বোধন করেন জোজি লা টানেলের কাজ| এই সুড়ঙ্গপথ যুক্ত করবে বালতাল এবন মীনামার্গকে| ১৪ কিলোমিটার লম্বা এই সুড়ঙ্গই হবে দেশের দীর্ঘতম রোড টানেল এবং রাশিয়ার দীর্ঘতম দ্বিমুখী সুড়ঙ্গ| অন্যদিকে, শ্রীনগরে শের-এ-কাশ্মীর আন্তর্জাতিক কনফারেন্স সেন্টার থেকে ৩৩০ এমডব্লু কিষাণগঙ্গা হাইড্রোপাওয়ার স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী| এছাড়াও শ্রীনগর রিং রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি| ৪২.১ কিলোমিটার লম্বা চার লেনের এই রাস্তা যুক্ত করবে পশ্চিম শ্রীনগরের গলন্দর এবং বান্দিপোরা জেলার সুম্বালকে| জম্মুর জেনারেল জোরাওয়ার সিং অডিটোরিয়ামে নমো ভিত্তি প্রস্তর স্থাপন করবেন পাকুল দুল পাওয়ার প্রজেক্ট এবং জম্মু রিং রোডের| এছাড়াও উদ্বোধন করবেন তারাকোটে মার্গ এবং বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার জন্য রোপওয়ে| এদিন প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন জম্মু শের-এ-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সমাবর্তন উত্সবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *